Primary Tet 2022 – প্রকাশিত হলো প্রাথমিক টেটের উত্তরপত্র যাচাইয়ের তারিখ। জানুন কবে?
Primary Tet 2022 – এবার উত্তরপত্র যাচাই এর সুযোগ পাবে প্রাইমারি টেট পরীক্ষার্থীরা, জানুন বিস্তারিত।
২০২২ সালের ১১ই ডিসেম্বর বহু প্রতিক্ষীত প্রাইমারি টেট (Primary Tet 2022) অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা হওয়া থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত পক্রিয়া এখনো অবধি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। সুরক্ষা রাখতে আরো এক ধাপ উপরে উঠে সিদ্ধান্ত নিল রাজ্য। এবার থেকে পরীক্ষার্থীরা নিজেই উত্তরপত্র যাচাই করতে পারবে । এর আগে বারবার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়েছে রাজ্য।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী সকলেই জড়িত ছিল সেই নিয়োগ প্রক্রিয়াগুলিতে। এবারে রাজ্য তার স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে সব ধরনের স্বচ্ছতার পথ নিয়েছে। ৩রা মার্চ থেকে ১১ ই মার্চ রাত বারোটার আগে পর্যন্ত নিজেরা একটি ওয়েবসাইটে মাধ্যমে উত্তরপত্র যাচাই করতে পারবে। এর জন্য আগে থেকে আবেদন করতে হবে এবং সেই আবেদনের মূল্য প্রায় ১০০০ টাকা।
ফের কি লকডাউন? বাড়ছে আতঙ্ক, বন্ধ হতে পারে প্রাথমিক স্কুল, মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠক।
পরীক্ষা হওয়ার পর এখনো ফ্রেশ পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের তারিখ জানানো হয়নি যদিও (Primary Tet 2022)। এ নিয়ে রাজনৈতিক চাপাওনতোর শুরু হয়েছে। ইন্টারভিউতে যে ১০ নাম্বার রাখা হয়েছে ঐ ১০ নাম্বার রাখা ঠিক হয়নি বলে মনে করেন বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মন্ডল।
এখানে দুর্নীতি হওয়ার প্রবণতা আছে বলে মনে করেন। বিগত বছরের টেটের (Primary Tet 2022) রেজাল্ট যাতে ঠিক ভাবে বেরোয় সেই নিয়ে এই সংগঠন থেকে অবস্থান বিক্ষোভেও বসেছিল। আবার অন্যদিকে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র বলছেন বামফ্রন্ট সরকারের সময় জেলা প্রাথমিক সংসদ থেকে পরীক্ষা নেওয়া হত।
আর সেখানেও ১০ নাম্বার থাকত, সেখানেও অনেক সিপিএমের পছন্দের লোকেরা চাকরি পেয়েছে। পরীক্ষার্থীদের সন্দেহ হলে নিজেরা যাচাই করে নিক। পর্ষদ সভাপতি প্রতিশ্রুতি ও দিয়ে বছরের দুবার করে এবার থেকে টেট হবে স্বচ্ছভাবে।
উঠে যাচ্ছে রাজ্যের 9 হাজার স্কুল, শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার শুরু হবে।