টেক নিউজ

অনেকেরই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণে বাতিল হয়ে যাচ্ছে। আপনার রেশন কার্ড ঠিক আছে তো? মোবাইলের মাধ্যমে চেক করে নিন। How to check ration card status and activate the deactivated ration card

অনেকেরই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণে বাতিল হয়ে যাচ্ছে। খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা তা চেক করে নেওয়া যায় এবং ডি-অ্যাক্টিভেট রেশন কার্ড কিভাবে অ্যাক্টিভ করে নেওয়া যায়। চলুন সমস্ত পদ্ধতি জেনে নেওয়া যাক।

• রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভেট হয়ে বাতিল হয়ে গিয়েছে তা কিভাবে চেক করা যায়?
(১) প্রথমে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(২) তারপর Inquiry অপশন থেকে Verify Ration Card (e-RC/ DRC) অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর রেশন কার্ড ঠিক রয়েছে কিনা জানতে নাম্বার ও ক্যাটাগরি সিলেক্ট করে দেখে নেওয়া যাবে।
৪) যদি রেশন কার্ড ঠিক থাকে তাহলে Status অপশনে Active ও eKYC Done থাকবে।
৫) রেশন কার্ডের যদি E-KYC না হয়ে থাকে তাহলে রেশন কার্ড Deactivated বা No eKYC অপশন থাকবে।

• সরাসরি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করুন:- Link

• রেশন কার্ডের সঙ্গে কীভাবে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করা যায় ?
(১) সবার প্রথমে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(২) এরপর Ration Card Aadhaar Card Link– এই অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর পরের পেজে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে।
(৪) রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বারের লিংক না থাকলে নীচে থাকা Aadhaar & Mobile Number Link অপশনে ক্লিক করতে হবে।
(৫) এরপর আধার কার্ড বসাতে হবে এবং GET OTP অপশনে ক্লিক করে ওটিপি বসিয়ে সাবমিট করলেই কাজটি সম্পন্ন হবে।

• সরাসরি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করুন:- Link

• ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড কীভাবে অ্যাক্টিভ করা যায়?

রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সেটিকে অ্যাক্টিভ করার জন্য Link Aadhaar with Deactivated/ Newly approved cards অপশনে ক্লিক করে অ্যাক্টিভ করে নেওয়া যাবে।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button