টেক নিউজ

১৮ থেকে ৪৫ বছরের নাগরিকেরা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন কিভাবে করবেন?

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি কিভাবে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা ছেলে-মেয়েরা কোভিড পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করবেন?

How%2Bto%2Bdo%2Bresistration%2Bfor%2Bvaccine%2Bfor%2B18%2Bto%2B45%2Byears%2Bold%2Bcitizens

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরেছে পৃথিবীতে, এর থেকে নিজেকে বাঁচাতে পারেনি কেউই। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ করে মানুষ নতুন ভাবে সংক্রমিত হচ্ছে। এতদিন ৪৫ বছরের ঊর্ধ্বে মানুষেরা হাসপাতালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে করোনার ভ্যাকসিন গ্রহন করতে পারতেন। যা আগামীতেও চালু থাকবে। কিন্তু আগামী পয়লা মে থেকে ১৮ বছর থেকে ৪৫ বছরের নাগরিকদের টীকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাধারণত ১৮ থেকে ৪৫ বছরের ছেলে-মেয়ের সংখ্যা প্রচুর। এবং করোনা মানুষের মনে ভয়ের থাবা বসিয়ে বসে আছে, সেদিকে নজর দিয়ে ভীড় এড়াবার জন্য ২৮ শে এপ্রিল অর্থাৎ আজ থেকে কোভিড পোর্টালে (http://www.cowin.gov.in) গিয়ে নিজের নাম নথিভুক্ত করবার জন্য, সাইটে নতুন আপডেট নিয়ে এলো সরকার।

কিভাবে নিজের নাম রেজিষ্ট্রেশন করবেন? চলুন দেখে নেওয়া যাক,

 

Screenshot 20210428 201742

সবার প্রথমে কোভিড পোর্টাল ( http://www.cowin.gov.in ) নিজের মোবাইলের যে কোনো ব্রাউজারে খুলে নিন। তারপর কিছুটা নীচের দিকে Register/Sign In Yourself  লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

How%2Bto%2Bdo%2Bresistration%2Bfor%2Bvaccine%2Bfor%2B18%2Bto%2B45%2Byears%2Bold%2Bcitizens

তারপর নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলা হবে, সেখানে নিজের মোবাইল নাম্বার দিয়ে, Get OTP তে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলে একটি OTP আসবে। সেটি ওখানে বসিয়ে সাবমিটে ক্লিক করুন।

How%2Bto%2Bdo%2Bresistration%2Bfor%2Bvaccine%2Bfor%2B18%2Bto%2B45%2Byears%2Bold%2Bcitizens

এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে, Register Member, সেটাতে ক্লিক করুন। 

How%2Bto%2Bdo%2Bresistration%2Bfor%2Bvaccine%2Bfor%2B18%2Bto%2B45%2Byears%2Bold%2Bcitizens

তারপর আপনার সামনে আরো একটি পেজ খুলে যাবে, যেটাতে আপনার বিস্তারিত চাওয়া হবে, সবার ওপরে ফটো আইডি প্রুফে ক্লিক করুন, এবং আপনার হাতের কাছে যে আইডিটি আছে সেটি সিলেক্ট করুন, তারপর তার নিচের ঘরে সেই আইডির নাম্বার লিখুন। তার নীচে আপনার নাম, জেন্ডার ও ডেট অফ বার্থ বসিয়ে Register এ ক্লিক করুন।

Screenshot 20210428 202631
How%2Bto%2Bdo%2Bresistration%2Bfor%2Bvaccine%2Bfor%2B18%2Bto%2B45%2Byears%2Bold%2Bcitizens

ব্যাস আপনার রেজিষ্ট্রেশন কমপ্লিট।

 

আরো খবর পড়ুন- SBI তে ৫০০০ পদে নিয়োগ, এপ্লাই করুন আজই

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে সকল আশেপাশের মানুষের সঙ্গে শেয়ার করুন। এবং সব তথ্য সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে – WhatsApp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button