রেশন কার্ড থাকলে মাথাপিছু 1000 টাকা করে দেবে সরকার, কীভাবে পাবেন?
রেশন কার্ডে 1000 টাকা পেতে কি করবেন? জানুন বিস্তারিত।
এবার থেকে রেশনে মিলবে ১০০০ টাকা জেনে নিন কোন উপায়ে! এতদিন রেশন কার্ডে খাদ্যশস্য মিলত নিম্ন মূল্যে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রেশন ব্যাবস্থা চালু আছে। কেন্দ্র বেশি পরিমাণে ভর্তুকি দেয় আর বাকি কিছুটা রাজ্য সরকার। এবার তামিলনাড়ুতে ভোটের জনসংযোগ বাড়াতে করুণানিধি ঘোষণা করলেন রেশনে ১০০০ টাকা করে দেবেন। কোভিডের সময় থেকে দেশে প্রায় ফ্রীতে রেশন দিচ্ছিল এতদিন সরকার।
এই বছরের শুরুতেই ঘোষণা করেছে কেন্দ্র তারা খাবারের অধিকাংশ ভর্তুকি তুলে নেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প। ফলও তিনি হাতেনাতে পেয়েছিলেন। বিপুল ভোটে জয়লাভ করে আবার পশ্চিমবঙ্গের মসনদে বসেন তিনি।
সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, আবার থেকে রেশন কার্ড থাকলে মিলবে বিনামূল্যে পেট্রোল।
করুণানিধির জন্মদিন থেকেই তামিলনাড়ুতে এই প্রকল্পের প্রস্তুতি শুরু হয়েছে। মহিলাদের ১০০০ টাকা করে দেবে তামিলনাড়ু সরকার এবং তার সাথে রেশনও পাবে। তামিলনাড়ুতে এর আগে ছাত্রছাত্রীদের জন্য ল্যাপটপও দিয়ে ছিল সরকার। রাজ্যের মহিলাদের কথা ভেবে এর আগে বিভিন্ন রাজ্যের সরকারের অনেক উন্নয়নমূলক প্রকল্প কাজে এসেছে।
৩রা জুন থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে। তার আগে ৩৫ কেজি চাল পাওয়া পরিবার অর্থ্যাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির এই প্রকল্পের কিছু ভেরিফিকেশন করবে সরকার। PHHAY কার্ড আছে যাদের সেই মহিলারাও ১০০০ টাকা মাসে এবং রেশন পাবে। দেশের নারীদের অধিকারের প্রশ্নে রাজ্য থেকে কেন্দ্র সকলেই এগিয়ে আসছে সে নিয়ে কোনো সংশয় নেই।
তাই এই ধরনের প্রকল্পকে তারা অগ্রাধিকার দিচ্ছে।আমাদের দেশে জনসংখ্যার বিচারে ছেলে মেয়ের অনুপাত প্রায় সমান। কিন্তু মেয়েদের আত্মবিশ্বাস এখনও অনেক জায়গায় দেশের তলানিতে। এই ধরনের প্রকল্প তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে অবশ্যই। সরকার তাদের আত্মবিশ্বাস বাড়ানোটাকেই ভোটব্যাঙ্কে ব্যাবহার করতে চাইছে।
ফ্রী রেশন নিচ্ছেন? এবার থেকে নিজের বাড়ি, গাড়ি থাকলে রেশন পাবেন না, সরকারের নতুন নিয়ম জেনে নিন।