টেক নিউজ

Airtel 5G Offer – এসে গেল এয়ারটেলের ফ্রী 5G অফার, এবার থেকে 5G পরিষেবা পাবেন একদম বিনামূল্যে।

Airtel 5G Offer – কীভাবে পাবেন? জানতে হলে পড়ুন বিস্তারিত।

জিওকে টেক্কা দিয়ে Airtel শুরু করেছে অপারেটর হিসাবে 5g (Airtel 5G Offer). 4g-র যুগ পেরিয়ে এখন আরো দ্রুত ইন্টারনেট জগতের ভিতর দিয়ে যাওয়ার জন্য এলো 5g. জিও এয়ারটেল ছাড়া আর কোনো কোম্পানি যদিও এই ক্ষেত্রে পা বাড়ায়নি এখনো। এয়ারটেলের প্রায় ভারতের ২০ টি রাজ্যের ২৬৫ টি শহরের লোক উপভোগ করছে 5g. এরপর আশা করাই যায় নেটের দাম আবার বাড়তে চলেছে। এখনো অবধি সবাই ফ্রী তেই ব্যাবহার করতে দিচ্ছে। পৃথিবীর যেকোনো দেশের তুলনায় ভারতবর্ষে ইন্টারনেটের দাম কম। আপনার যদি ৫জি ডিভাইস থাকে তাহলেই এয়ারটেল 5g সার্ভিস দেবে।

হায়দ্রাবাদে ট্রায়াল চালিয়েছিল 5g-র (Airtel 5G Offer)। সেখানে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ডিসপ্লে দেখিয়েছিল। প্রায় ১০০০ টি রিটেল স্টোর এয়ারটেল 5g-র সমস্ত টেকনিক প্রদর্শন করছে। আপনি আপনার নিকটবর্তী যেকোনো রিটেল স্টোরকে বেছে নিন সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ানরা আছে। ৫জির সমস্ত ডিটেলস যেমন কীভাবে ব্যাবহার করা হয় কতটা ফাস্ট নেটওয়ার্ক দেখানো হচ্ছে। আপনাকে অতিরিক্ত চার্জ তো দিতে হচ্ছেনা তাই একবার ক্লাউড গেমিং উপভোগ করতেই পারেন।

Jio-র হোলি ধামাকা অফার, 149 টাকায় রোজ 1 GB করে ডেটা সহ আনলিমিটেড কল।

ইন্টারনেট ছাড়া জীবন অচল। পৃথিবীর অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে আমাদেরও প্রতিদিন বিভিন্ন ভাবে ইন্টারনেটের স্পিড বাড়িয়ে চলতে হবেই। প্রথম বিশ্বের দেশগুলিতে ইতিমধ্যে স্পিড অনেক বেশি।

5g পরিষেবা সম্পূর্ণভাবে চালু হলে অগমেন্টেড রিয়্যালিটির সাথে আমাদের যুুক্ত করা অনেক সহজ হবে। এইভাবে কাস্টোমারদের আর কেউ বোঝানোর দায়িত্ব এয়ারটেল ছাড়া কেউ নেয়নি। ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে এয়ারটেল যেকোনো পরিষেবাতে গ্রাহকদের মন কেড়েছে বরাবর।

দোল হলিতে Jio এর চমৎকার রিচার্জ অফার, মাত্র ১ টাকায় আনলিমিটেড ফ্রি নেট ও কলিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button