Electricity Bill – গরমে ইলেকট্রিক বিল কমাতে চান? মেনে চলুন এই কয়েকটি নিয়ম। তাহলেই কেল্লাফতে।
Electricity Bill – গরমে বিদ্যুৎ বিল কমাতে ঠিক কি করবেন জানুন বিস্তারিত?
ইলেকট্রনিক জিনিস ছাড়া জীবন অচল। আর সেই যন্ত্র গুলিকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে (Electricity Bill) কারেন্টের চার্জ দিতে হয়। এই কারেন্টের বিল কপালে ভাঁজ আনে অধিকাংশ লোকের। দিনে দিনে সরকার ইউনিট প্রতি দাম বাড়াচ্ছে। আর পাল্লা দিয়ে সারাবছরের ব্যাবহারের ইলেকট্রনিক জিনিসের দাম বাড়ছে।
কিন্তু আপনার প্রতিদিনের একটু সাবধান ব্যাবহার বাড়ির ইলেকট্রিকের খরচ (Electricity Bill) অনেকটা কমিয়ে দেবে। বাড়িতে আমাদের কিছু বুদ্ধিমত্তার সাথে ইলেকট্রিক জিনিসের কাজ করাতে হবে। প্রথমের দিকে আপনার মনে হতে পারে খরচ বেশি হচ্ছে কিন্তু একবার করলে অনেকবছর আর ভাবতে হবেনা।
ঘরে বসে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করবেন কীভাবে? এক ক্লিকেই সমাধান।
বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা সকলেই আধুনিক ভাবে ওয়ারিং করছি। এবার সেই ওয়ারিং দেওয়ালের ভিতর দিয়ে করার জন্য আমরা সৌন্দর্যায়ন বৃদ্ধি করছি। কিন্তু একটা কিছু ছোটো জিনিস খারাপ হলেই আমাদের পুরো সিস্টেমটা খুলতে হবে (Electricity Bill)। এছাড়াও প্রায় আট দশর ছাড়াই এগুলো এমনি খারাপ হতে শুরু করে। তাই এই ওয়ারিং তারগুলি একটু দামি কিনুন তাহলে আপনাকে আর পরবর্তীতে কোনো খরচ করতে হবেনা বেশি।
আমরা বাড়িতে যে ইলেকট্রনিক জিনিসগুলি ব্যাবহার করি তার মধ্যে যাদের রিমোট আছে যেমন এসি, মিউজিক সিস্টেম, সেই জিনিসগুলি আমরা রিমোটেই বন্ধ করে রেখে দিই। কিন্তু রিমোটে বন্ধ করলে জিনিসটা বন্ধ হয়না তাই কারেন্ট কিন্তু আপনার পুড়েই যাচ্ছে।
আবার এসির তাপমাত্রা যদি ২৪ ডিগ্রীর নীচে যায় তাহলে কারেন্ট কিন্তু বেশি পোড়ে (Electricity Bill)। ফ্রীজ ব্যাবহার করেনা এমন লোক নেই। সারাবছরই প্রত্যেকের বাড়িতে ফ্রীজ চলে। এই ফ্রীজ যদি আপনি দিনে একঘন্টা করে বন্ধ রাখেন তাহলে আপনার খাবারে কোনো প্রভাব পড়বেনা তাপমাত্রার কিন্তু আপনার ইলেকট্রিকটা বাঁচবে। আর অবশ্যই ফ্রীজ কেনার সময় বেশি স্টার দেওয়া ফ্রীজ কিনবেন।
বাড়ির যেখানে একটা আলো লাগবে সেখানে দুটো আলো লাগাবেন না, আপনি না চাইতেই কখনো কখনো জ্বেলেই ফেলবেন। টিউবলাইটের জায়গায় CFL ও ব্যাবহার করতেই পারেন । যেখানে খুব বেশি আলোর দরকার নেই সেখানে ৮-৯ ভোল্টের বালব কিনে লাগান।
5 টাকার ছোট কয়েন নিচ্ছে না কেউ, বাতিল হবে? রিজার্ভ ব্যাংকের নতুন সিদ্ধান্ত জেনে নিন।