টেক নিউজ

আধার কার্ডের সুরক্ষা নিয়ে চিন্তিত? ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই করে ফেলুন সমাধান, কীভাবে জানুন?

আধার কার্ডের সুরক্ষা নিশ্চিত করতে কি করবেন? জানতে হলে পরুন বিস্তারিত।

আধার কার্ড হল প্রত্যেকটা ভারতীয়ের পরিচয় পত্র। কিন্তু বর্তমান সময়ে আপনার এই আধার কার্ড কি সুরক্ষিত? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কেননা এখন প্রায়ই আধার কার্ড জালিয়াতির ঘটনা ঘটছে। ইন্টারনেটে উন্নতি হওয়ার সাথে সাথে আমাদের জীবন ও চাইতে না চাইতে সবার সামনে চলে আসছে। আর এর ভালো খারাপ দুটো দিকই আছে সেটাও আমরা জানি।

কিন্তু জীবনের সুরক্ষাও অনেক ক্ষেত্রে কমেছে। একজন দিল্লীতে বসে আমার কলকাতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার প্যান সব হ্যাক করে নিতে পারে। আর এই জন্যই বিকল্প সুরক্ষার কথাও ভাবতে হবে। যেমন আধার কার্ড আমাদের ডকুমেন্টের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস।

শুধু মাত্র আধার কার্ড ব্যবহার করেই চেক করা যাবে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স, পদ্ধতি জেনে নিন

এই আধার লক করার কিছু পদ্ধতি দেখে নেওয়া যাক-
একটি এস এম এসের মাধ্যমে আপনার আধার লক করতে হবে। এরপর থেকে আর আপনার আধার কেউ খুলতে পারবেনা।
একটি সেট ফরম্যাট আপনাকে টাইপ করে পাঠাতে হবে।

আপনার আধারের শেষ ৪ টি নাম্বার দেওয়ার পর থেকে GETOTPLAST লিখে মেসেজ করতে হবে।
এর পরবর্তী ধাপে LOCKUIDLAST লিখে ৪ এবং ৮ নাম্বার লিখতে হবে।
একই নাম্বারে পাঠিয়ে দিলে আপনার কাছে OTP আসবে। আর এরপরই আপনার আধার সম্পূর্ণ সাইবার হ্যাক থেকে বিপদমুক্ত।

পরবর্তীতে আশা করাই যায় একের পর এক ডকুমেন্টকে সুনিশ্চিত করার আরো পথ আসবে। আমাদের প্রায় ডকুমেন্টই ডিজিটালি কানেক্টেড তাই একটা করলে আর একটা করার দরকার লাগতেই পারে। আমাদের সরকার অনেকভাবেই এগুলো আপডেট করতেই থাকে তবু এগুলো নিজেদেরও সুরক্ষিত করার দরকারও পড়ে।

ইন্টারনেটেরই আর একটা দিক কাজে লাগিয়েই আমরা আবার সুরক্ষিত করছি। সেই প্রশ্নটা তাই থেকেই গেল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ! এরকম আরও প্রয়োজনীয় সব খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

দেশের 5টি ব্যাংক কে 6 মাসের জন্য কঠোর শাস্তি, টাকা তুলতে পারবেন না গ্রাহকেরা।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button