জানা অজানা

Old Coin Sell – পুরনো নোট, কয়েন বিক্রি শুরু হলো, এই নোট থাকলে কাছে, 1 লাখ টাকা আসবে ঘরে।

Old Coin Sell – অনলাইনে কীভাবে এই নোট বিক্রি করবেন, জানুন বিস্তারিত।

আপনার শখ আপনাকে কোটিপতি করতে পারেন জানেন কী (Old Coin Sell)! আমাদের প্রত্যেকেরই ছোটো থেকে কিছু না কিছু শখ থাকে। কিন্তু সময়ের সাথে পড়াশোনার চাপ আর তারপর পেশার তাগিদে আমাদের সব শখই হারিয়ে যায়। আমরা তাও চেষ্টা করি কিছু জিনিসকে স্মৃতি হিসাবেও রেখে দেওয়ারও। যেমন ডাক টিকিট, পয়সা কালেকশন এগুলো আমরা রেখে দিই।

এমন অনেক নোট আছে জানেন যেগুলো আপনার ভবিষ্যত পাল্টে দিতে পারেন। আপনাদের যে জমানো নোটগুলি আছে সেগুলি বিক্রি (Old Coin Sell) করে আপনি লাখপতি হতে পারেন কী জানেন। কোভিড পরবর্তী সময়ে আমরা বাড়ি বসে অনেকেই অর্থ উপার্জনের চেষ্টা করছি। বিভিন্ন পেশার কাজ করাও যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে সফলতাও আসছে মানুষের জীবনে। তেমনই এই জমানো নোটগুলি বিক্রি করেও আমাদের কাছে মোটা অঙ্কের টাকা আসবে।

100 টাকার কমে সারা মাসের মোবাইল খরচ, কলিং ও নেট দুটোই পাবেন।

যেমন ট্রাক্টরের ছবি দেওয়া ১৯৭০ -১৯৮০ সালের পাঁচ টাকার নোটটি যেখানে সিরিয়াল নাম্বার থাকতে হবে ৭৮৬, এমন নোটের মূল্য দশ লাখ টাকা। তাই এমন যদি কিছু নোট আপনার কাছে যদি থাকে তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে নোট কোথায় কীভাবে বিক্রি করতে হয় আপনি জানবেন কীভাবে।

India Bazar, Coinbase, Olx এই ধরনের সংস্থায় আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে।
প্রথমে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে একটা বিক্রেতার অ্যাকাউন্ট বানিয়ে রাখুন।
তারপর আপনার কাছে থাকা কয়েন বা নোটের ফটো আপলোড করে রাখুন (Old Coin Sell)। সেগুলি দেখে ক্রেতারা আপনার কাছে আসবে। আপনার পরিশ্রম খুবই কম এখানে।

Ration Card West Bengal (রেশনে কি কি দেবে?)

কোনো কাজই বৃথা যায়না। আপনার জমানো ছোটো ছোটো শখগুলিই আপনাকে এখন বড়োলোক করে তুলতে পারে। এখন ডিজিটালই এই নোটগুলি আপনি NFT ও করতে পারেন যেখানে আপনার নোটকে কারোর ভালো লাগলেও অন্য যেকোনো কেউ কিনে নিতে পারে।
সতর্কতাঃ
পুরনো নোট কয়েন কেনাবেচা নিয়ে সতর্ক থাকবেন, রিজার্ভ ব্যাংক এগুলো মান্যতা দেয়না। অনলাইন ফ্রড সম্পর্কে সাবধান।

বাতিল হওয়া পুরনো 1000 টাকার নোট লাখ টাকা, গল্প নয়, সত্যি সত্যি কিভাবে পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button