SBI তে অ্যাকাউন্ট থাকলেই গচ্ছা যাবে 436 টাকা। জানুন এর থেকে বাঁচার উপায়?
SBI ইউজারা এই সমস্যাটা থেকে কীভাবে মুক্তি পাবেন? জানুন বিস্তারিত।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে আপনাকে না জানিয়ে। এমন সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক SBI ইউজারই। দেশের কেন্দ্র সরকার নাগরিকদের সুরক্ষা দিতে অনেক ধরনেরই প্রকল্প শুরু করেছিল। তেমনই দুটো প্রকল্প ২০১৫ সালে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ও প্রধানমন্ত্রী জ্যোতি বিমা যোজনা।
এই দুই প্রকল্প সাধারণ মানুষ কোনো দুর্ঘটনায় সম্মুখীন হলে তাদের বিকল্প আশ্বাস দিতে। কিন্তু এই প্রকল্পে সাধারণ নাগরিকদেরও কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। ১৮-৫০ বছর বয়সী যেকোনো ভারতীয় জীবন জ্যোতি বিমায় নিজের নাম অন্তভুর্ক্ত করতে পারে।
আবেদন করুন SBI আশা স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ১৫০০০ টাকা
এই প্রকল্পের পোস্ট অফিস বা স্টেট ব্যাঙ্কে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আবার অটো ডেবিট অপশন অন থাকে তাহলে এই প্রকল্পের প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হয়। এখানে ১লা জুন থেকে ৩১ শে মে অবধি এক বছর ধরা হয়। আপনি চাইলে এই এক বছরের ঊর্দ্ধে গিয়ে পলিসিটাকে রিনিউ ও করতে পারেন। আপনাকে সেক্ষেত্রে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
যে ৪৩৬ টাকা আপনার ব্যাঙ্ক থেকে কাটা যাচ্ছে সেটি ৩১ শে মে এর আগেই বার্ষিক কভারেজ বলে কেটে নিচ্ছে। আপনি এই অটো ডেবিট অপশন বন্ধ করতে চাইলে আধার কার্ডের KYC করান। আপনি এই পলিসি এগিয়ে নিয়ে যেতে চান কিন্তু আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই অথবা আপনি সময় মতো টাকা দিতে পারেননি সেক্ষেত্রে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারে ১৮-৭০ বছরের লোকেরা। এর মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে। এখানে আপনাকে মাত্র ২০ টাকা বিনিয়োগ করতে হবে বছরে। তাই এই স্বল্পমূল্য বিনিয়োগ করতেই পারেন প্রকল্পগুলিতে বছরের শেষের কিছু টাকা আপনার ভবিষ্যত মজবুত করবে।
আদানি গ্রূপের ভরাডুবি তে চিন্তায় SBI, 27000 কোটি টাকা মার, প্রভাব পড়বে গ্রাহকদের একাউন্টে?