HS Exam 2023 – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর, সবাই এটাই চাইছিলো।
HS Exam 2023
১৫ ই মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023)। পরীক্ষার্থী থেকে পর্ষদের প্রত্যেকে ব্যস্ত শেষ মূহুর্তের প্রস্তুতি নিতে। পরীক্ষার সময় যেমন জানানো হয়েছে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঠিক তেমনই ট্রেনের বিষয়েও জানানো হয়েছে পরীক্ষা শুরুর সময় এবং শেষের সময় বেশ কিছু অতিরিক্ত ট্রেন চালানো হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সাথে জীবনের স্কুল অধ্যায়ের ইতি। কে কোন স্ট্রীমে নিজের জীবন দেখতে চায় সেটা ঠিক হয়ে যায়। এই পরীক্ষায় ভালো ফল করতে উদ্যোত তাই।
মাথায় চাপ নিয়ে তাও প্রতিটি দিন একটু একটু করে পড়ে যেতে হয় (HS Exam 2023)। এই সময় এবার সকলেরই রুটিন মেনে পড়া উচিত। ঠিক পরিমাণ ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি। বেশি করে জল, ডাবের জল যাতে ডিহাইড্রেটেট না হয়ে যায়। এই পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর সাথে তাদের অভিভাবকরাও তাদের সাথে।
সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় খবর, বাড়ানো হল উত্তরপত্র পিছু পারিশ্রমিক, জানুন কত?
পূর্ব রেল ঠিক করেছে হাওড়া এবং শিয়ালদা শাখায় ইএমইউ এবং প্যাসেঞ্জার ট্রেন অতিরিক্ত স্টপেজ দেবে। শিয়ালদা রানাঘাট স্টেশনের পলতা, জগদ্দল, কাঁকিনারা এবং পায়রাডাঙা স্টেশনে ট্রেন দাঁড়াবে। এছাড়াও বারাসাত বনগাঁ লাইনের সংহতি হল্ট স্টেশনে সব ট্রেনগুলি দাঁড়াবে। হাওড়া ডিভিশনের জন্য মেন লাইন বর্ধমান- হাওড়া গ্যালোপিং লোকালে বেলমুড়ি, জনাই রোড, ডানকুনি স্টেশনে ট্রেন দাঁড়াবে এক মিনিটের জন্য।
লোহাপুর স্টেশনে হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস দাঁড়াবে। পরীক্ষা শুরুর সময় ৮-১০ টা এবং শেষের সময়১টা ১৫ থেকে তিনটে ৩টে ১৫অবধি ট্রেন চলবে। পরীক্ষার্থীদের গাড়ি গুলিকেও রাস্তায় আগে বের করে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা বজায় থাকবে। প্রায় তিন বছর পর পরীক্ষা হচ্ছে আবার। গতবছর পরীক্ষা হলেও হোমসেন্টারে পরীক্ষা হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন ও রেজাল্ট কবে দেবে, পরীক্ষা শুরুর আগেই জেনে নিন।