মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

HS Exam – সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় খবর, বাড়ানো হল উত্তরপত্র পিছু পারিশ্রমিক, জানুন কত?

HS Exam – এবার থেকে খাতা পিছু কত টাকা পাবেন?

উচ্চমাধ্যমিকের (HS Exam) খাতা দেখার জন্য চার্জ বাড়াক সরকার এ দাবি অনেকদিন আগে থেকেই ছিল। কিন্তু মাঝে প্রায় তিনবছর কোভিডের জন্য পরীক্ষা হয়নি সাধারণ নিয়মে। এবছর পর্ষদের তরফে সেই চার্জ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। পরীক্ষক, প্রধান পরীক্ষক, স্ক্রুটিনিয়ার সকলেরই বাড়বে পয়সা। রাজ্যজুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ অব্যাহত। ১০ই মার্চ তাদের তরফে ধর্মঘটও ডাকা হয়েছে।

এরই মাঝে এই ঘোষণা একটু হলেও শান্তির খবর বয়ে আনছে উচ্চমাধ্যমিক (HS Exam) স্কুল শিক্ষকদের মধ্যে। তাদের পরিবহন খরচা বাড়ার কথা জানা গেছে। যে হারে পরিবহণ খরচ বেড়েছে সেই হারে অনেকদিন খাতা সম্পর্কিত কোনো খরচ বাড়েনি।

Madhyamik Exam 2023 শেষ হতে না হতেই জানা গেলো রেজাল্ট ঘোষণার দিনক্ষণ, জেনে নিন কবে আসবে রেজাল্ট।

উচ্চমাধ্যমিকের (HS Exam) খাতা দেখার জন্য একজন পরীক্ষক পেত আগে পাঁচ টাকা। সেই টাকা এখন থেকে বেড়ে ছয় টাকা হবে।স্ক্রুটিনির জন্য প্রতিটি খাতাতে এক টাকা দেওয়া হবে। প্রধান পরীক্ষকদের টিএ দেওয়া হবে ২৫০ টাকা এর আগে তারা পেত ২০০ টাকা। একজন পরীক্ষক সর্বোচ্চ টিএ পেতে পারে ১৫০ টাকা এবং সর্বনিম্ন ৫০ টাকা সেটা নির্ভর করবে তাদের দূরত্বের ওপর।

যারা জেলার শিবিরগুলিতে কোঅর্ডিনেটরের কাজ করে তারা পাবে ২০০০টাকা আগে পেত তারা ১৫০০ টাকা এবং তাদের টিএ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। কেউ যদি খাতা দেখে সন্তষ্ট না হয় সে রিভিউ করতে চায় সেক্ষেত্রে একজন স্ক্রুটিনি শিক্ষকের ৫ টাকা থেকে বাড়িয়ে ৬টাকা করা হলো।

মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এই পরিমাণ পারিশ্রমিক বৃদ্ধি দরকার ছিল তাদের। শুধুমাত্র শিক্ষকদের যাওয়া না তাদের টিফিন খরচাও থাকে। বঙ্গীয় শিক্ষক সংগঠন সমিতির নেতা স্বপন মন্ডল অবশ্য বলেন মাধ্যমিকেল যে হারে পয়সা বাড়ানো হয়েছে উচ্চমাধ্যমিকে তার থেকে অনেক কম হারে বেড়েছে। ১৪ই মার্চ রাজ্যে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম কানুন প্রকাশ, পরীক্ষার আগে জেনে শুনে প্রস্তুতি নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button