চাকরির পরীক্ষা

ICDS WB Anganwadi Recruitment 2021 – অঙ্গনওয়াড়িতে দশ হাজার কর্মী নিয়োগ

 

ICDS%2BWB%2BAnganwadi%2BRecruitment%2B2021

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন তবে এই বিঞ্জপ্তিটি আপনার কাজে আসতে পারে। পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার দশহাজার মহিলাকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিযুক্ত করতে চলেছে। আপনি যদি আবেদন করতে চান তবে পুরো বিঞ্জপ্তিটি পড়ুন। নীচে সমস্ত কিছু আলোচনা করা হলো। 


Covid Certificate Download

Corona Certificate Correction

○বিজ্ঞপ্তি প্রকাশ সংস্থা – Department of Women & Child Development and Social Welfare

netaji%2Bsubhas%2Binstitute%2Bof%2Btechnology%2Brecruitment%2B2021%2B%25286%2529


○ যে যে পদে প্রার্থী নিয়োগ করা হবেঃ- অঙ্গনওয়াড়ি সুপার ভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ারকার ও হেল্পার

○ বেতনঃ-

সুপারভাইজার- ৭১০০/- টাকা থেকে ৩৭৬০০/- টাকা। 

ওয়ারকার- ২২৫০/- থেকে ৩৫০০/- টাকা

হেল্পার- ১৫০০/- থেকে ২২৫০/- টাকা


স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, জেনে নিন বিস্তারিত



○যোগ্যতাঃ- (অঙ্গনওয়াড়ি সুপার ভাইজার)

ক) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
খ) শুধুমাত্র মহালারা আবেদন করতে পারবে।
গ) যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে। 
ঘ) প্রার্থীকে বাংলা বলতে ও লিখতে জানতে হবে।

○অঙ্গন‌ওয়াড়ি হেল্পার ও ওয়ার্কারের জন্য আবেদনকারীকে সপ্তমশ্রেণী পাশ, অষ্টমশ্রেণী পাশ, মাধ্যমিক পাশ বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 

cheap website developers

ব্লগিং (নিউজ) ওয়েবসাইট কিরকম হয় জানতে ভিজিট করুন আমাদের 
phoenixbangla.in ওয়েবসাইটটি। সাধারন একটি নর্মাল ওয়েবসাইট তৈরি করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা নেয় একজন ডেভলপার। আমাদের উদ্দেশ্য কিছু বেকার যুবক-যুবতীকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া।

netaji%2Bsubhas%2Binstitute%2Bof%2Btechnology%2Brecruitment%2B2021%2B%25281%2529

অনলাইনে অথোবা অফ লাইনে আবেদন করা যাবে

○বয়সঃ- 

সুপার ভাইজার আবেদন কারীর বয়স ৩৯ বছরের কম হতে হবে।

অনান্য কর্মী- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়েস হতে হবে। (সমস্ত প্রার্থী সরকারি নিয়মে বয়সের ছাড় পাবে)

 

Swami Vivekananda Scholarship Renewal


netaji%2Bsubhas%2Binstitute%2Bof%2Btechnology%2Brecruitment%2B2021%2B%25282%2529

○ আবেদন ফি – জেনারেল ও OBC দের জন্য আবেদন মূল্য বাবদ ১৬০ টাকা লাগবে। (ST/SC/PWD দের কোনো রকম আবেদন মূল্য লাগবে না)


নতুন পদ্ধতিতে আধার কার্ডে মোবাইল নাম্বার কি করে অ্যাড করবেন


○ অফিসিয়াল ওয়েবসাইটঃ- 

www.wbwcdsw.gov.in

www.wcd.nic.in or 

wbsc.gov.in

লক্ষীর ভান্ডারের টাকা কবে পাবেন, জেনে নিন বিস্তারিত


○ নিয়োগ পদ্ধতিঃ- তিনটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 


Part I – Preliminary Screening Test (MCQs) – 100 Marks

Part II – Written Examination (Conventional Type): 400 Marks

Part III – Viva- Voce Test : 50 Marks


ই-শ্রম কার্ড কি এবং এটি করলে আপনি কি কি সুবিধা পাবেন

netaji%2Bsubhas%2Binstitute%2Bof%2Btechnology%2Brecruitment%2B2021%2B%25285%2529
○ এরকর আরো খবর পেতে আপনি আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- Link
sourav%2Btalukder

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button