ICDS WB Anganwadi Recruitment 2021 – অঙ্গনওয়াড়িতে দশ হাজার কর্মী নিয়োগ
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন তবে এই বিঞ্জপ্তিটি আপনার কাজে আসতে পারে। পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার দশহাজার মহিলাকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিযুক্ত করতে চলেছে। আপনি যদি আবেদন করতে চান তবে পুরো বিঞ্জপ্তিটি পড়ুন। নীচে সমস্ত কিছু আলোচনা করা হলো।
○বিজ্ঞপ্তি প্রকাশ সংস্থা – Department of Women & Child Development and Social Welfare
○ যে যে পদে প্রার্থী নিয়োগ করা হবেঃ- অঙ্গনওয়াড়ি সুপার ভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ারকার ও হেল্পার
○ বেতনঃ-
সুপারভাইজার- ৭১০০/- টাকা থেকে ৩৭৬০০/- টাকা।
ওয়ারকার- ২২৫০/- থেকে ৩৫০০/- টাকা
হেল্পার- ১৫০০/- থেকে ২২৫০/- টাকা
স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, জেনে নিন বিস্তারিত
ব্লগিং (নিউজ) ওয়েবসাইট কিরকম হয় জানতে ভিজিট করুন আমাদের phoenixbangla.in ওয়েবসাইটটি। সাধারন একটি নর্মাল ওয়েবসাইট তৈরি করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা নেয় একজন ডেভলপার। আমাদের উদ্দেশ্য কিছু বেকার যুবক-যুবতীকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া। |
○ অনলাইনে অথোবা অফ লাইনে আবেদন করা যাবে
○বয়সঃ-
সুপার ভাইজার– আবেদন কারীর বয়স ৩৯ বছরের কম হতে হবে।
অনান্য কর্মী- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়েস হতে হবে। (সমস্ত প্রার্থী সরকারি নিয়মে বয়সের ছাড় পাবে)
Swami Vivekananda Scholarship Renewal
○ আবেদন ফি – জেনারেল ও OBC দের জন্য আবেদন মূল্য বাবদ ১৬০ টাকা লাগবে। (ST/SC/PWD দের কোনো রকম আবেদন মূল্য লাগবে না)
নতুন পদ্ধতিতে আধার কার্ডে মোবাইল নাম্বার কি করে অ্যাড করবেন
○ অফিসিয়াল ওয়েবসাইটঃ-
লক্ষীর ভান্ডারের টাকা কবে পাবেন, জেনে নিন বিস্তারিত
○ নিয়োগ পদ্ধতিঃ- তিনটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Part I – Preliminary Screening Test (MCQs) – 100 Marks
Part II – Written Examination (Conventional Type): 400 Marks
Part III – Viva- Voce Test : 50 Marks
ই-শ্রম কার্ড কি এবং এটি করলে আপনি কি কি সুবিধা পাবেন