মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে পান ১৫ লাখ টাকা, আজই আবেদন করুন এই প্রকল্পে । important update about new prakalpa of Central Government
মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে পান ১৫ লাখ টাকা, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির সম্বন্ধে আপনি জানেন কি? কি এই যোজনা? কারা আবেদন করবেন? কোথায় , কীভাবে আবেদন করবেন, সমস্তটা বিস্তারিত আলোচনা করবো আজকের এই পোস্টে।
আপনি যদি মেয়ের বাবা হোন, তাহলে তো দু্শ্চিন্তার শেষ নেই। কারন মেয়ের ভবিষ্যত, বিয়ে দেওয়া এই সমস্ত বিষয় গুলো কিন্তু দারুন রকম ভাবিয়ে তোলে একজন মেয়ের বাবাকে। তো এই দু্শ্চিন্তা এবং গরিব ও মধ্যবিত্ত পরিবারের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প- সুকন্যা যোজনা। আপনি চাইলে এখানে বিনিয়োগ করতে পারেন।
• কি এই প্রকল্প?
মেয়েদের ভবিষ্যতে পড়াশোনা , বিবাহ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় , কোনো ঝামেলা ছাড়াই তার জন্য আর্থিক সহায়তা করবে এই সুকন্যা যোজনা।
• কীভাবে বিনিয়োগ করবেন?
এখানে আপনি আপনার সুবিধামতো বিনিয়োগ করতে পারেন , কিন্তু বছরে আপনাকে সর্বনিম্ন ২৫০ টাকা জমা করতেই হবে। এবং সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করতে পারেন। এই প্রকল্পে আপনি ৭.৬% সুদ পেয়ে যাবেন।
• এই প্রকল্পে আবেদন করার জন্য অ্যাকাউন্ট কোথায় খুলবেন?
যে কোনো ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে বা দেশের যে কোনো প্রান্তে আপনি সুকন্যা যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন।
• এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?
১। আপনার সাধ্যি মতো আপনি বিনিয়োগ করতে পারছেন।
২। একই পরিবারের দুই জন কন্যা সন্তানের জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
৩। দেশের যে কোনো প্রান্তে এটি ট্রান্সফার করা যায়।
৪। আয়কর আইনের ৮০সি ধারাটি এই সুকন্যা যোজনার অন্তর্গত হওয়ার কর ছাড়ের সুযোগ পাওয়া যাবে এই প্রকল্পে।
• কারা কারা এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন?
১। আপনার কন্যা সন্তানের বয়স ১০ বছরের বেশি হলে আপনি এই আ্যকাউন্ট খুলতে পারবেন না।
৩। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
• কীভাবে ১৫ লাখ টাকা পাবেন?
প্রতি মাসে ৩,০০০ টাকা করে যদি আপনি জমা করেন তবে বছরে ৩৬,০০০ টাকা হবে। ১৪ বছর পরে ৭.৬ শতাংশ সুদ হিসেবে ৯,১১,৫৭৪ টাকা পাবেন। ২১ বছর পরে যখন ম্যাচিওরিটি পাবেন তখন আপনি পেয়ে যাবেন ১৫,২২,২২১ টাকা।
এমনই সমস্ত আপডেট সবার আগে পেতে জুড়ে থাকুন আমাদের পরিবারের সাথে, এবং নীচে টেলিগ্রাম আইকনটিতে ক্লিক করে যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।