চাকরির পরীক্ষা

প্রকাশিত হলো সদ্য হয়ে যাওয়া কৃষি দপ্তরের পরীক্ষার Answer Key, আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এখনই দেখে নিন

প্রকাশিত হলো ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট দ্বারা সংগঠিত সদ্য হয়ে যাওয়া Technician (T-1) পরীক্ষার Answer Key , যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন প্রতিটি শিফটের প্রশ্নের সঠিক উত্তর এবং সেখান থেকে আপনার দেওয়া উত্তরের মধ্যে কতগুলি ঠিক সেটিও জেনে নিতে পারবেন।

যারা এই পরীক্ষাটি দিয়েছে তাদের সবার কাছেই আবেদনের সময়ে দেওয়া ইমেল আইডিতে IARI অর্থাৎ ভারতের কৃষি গবেষণা কেন্দ্র থেকে একটি মেইল আসবে। যেখানে একটি লিংক দেওয়া থাকবে। লিংকটি ৯-১৩ ই মার্চ পর্যন্ত কার্যকরী থাকবে। সবার প্রথমে এই লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে, এরপর পেজের ডানদিকে All বলে একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করার পর তিনটি অপশন আসবে, যার মধ্যে Question Paper অপশনটিতে ক্লিক করলেই প্রার্থীর প্রশ্নপত্রটি খুলে যাবে এবং সে কি উত্তর দিয়েছে এবং প্রশ্নটির আসল সঠিক উত্তর কোনটি তাও দেওয়া থাকবে। এভাবেই প্রার্থী কতগুলি সঠিক উত্তর দিয়েছে, এবং তার সম্ভাব্য মার্কস সে জেনে নিতে পারবে।

• Answer Key:- Link

এরকম আর‌ও তথ্য সবার আগে পেতে নীচের টেলিগ্রামহোয়াটসঅ্যাপ আইনে ক্লিক করে এখনিই আমাদের সঙ্গে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button