স্কলারশিপ তথ্য

আবেদন করুন ইন্দিরা গান্ধী স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৩৬,২০০ টাকা

ভারতের সমস্ত ছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। সমগ্র ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে নানাভাবে বাধাপ্রাপ্ত হয়। যার জেরে বিভিন্ন ক্ষেত্রে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রাজ্য সরকারগুলির পক্ষ থেকে এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নানাপ্রকার স্কলারশিপ কার্যকরী করা হয়েছে। এইসব স্কলারশিপগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ইন্দিরা গান্ধী স্কলারশিপ। ভারতের বিভিন্ন ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সহায়তার পাশাপাশি নারী স্বাধীনতা এবং নারীদের উন্নয়নও এই স্কলারশিপের অন্যতম উদ্দেশ্য। আর এই স্কলারশিপটির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই স্কলারশিপে আবেদন করার পাশাপাশি আপনি অন্য যেকোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নম্বরের প্রয়োজন নেই। আর আজ আমরা সকল ছাত্রীদের সুবিধার্থে এই পোস্টে স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কতো টাকা অনুদান পাওয়া যাবে, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সম্পর্কে আলোচনা করতে চলেছি।

• চলুন তবে জেনে নেওয়া যাকে স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে ছাত্রীদের আবশ্যিক যোগ্যতা কি কি ?
১. যেসকল ছাত্রী সদ্য স্নাতক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে পাঠরত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২. এই স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্রীর বয়স অবশ্যই ৩০ বছরের মধ্যে হতে হবে।
৩. যেসকল ছাত্রীরা স্নাতকোত্তর স্তরে রেগুলার কোর্সে পড়াশোনা করছেন তারাই একমাত্র এই স্কলারশিপের অনুদান পাবেন, ডিসটেন্স কোর্সে শিক্ষারত ছাত্রীরা এই স্কলারশিপের অনুদানের জন্য কোনোভাবেই আবেদনের যোগ্য নন।
৪. আবেদনকারী ছাত্রীকে অবশ্যই পিতা-মাতার একমাত্র কন্যা সন্তান হতে হবে।

জেনে নিন কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

• এই স্কলারশিপে কতো পরিমাণ আর্থিক অনুদান দেওয়া হয় ?
স্কলারশিপের আওতায় নির্বাচিত ছাত্রীদের প্রতিবছরে ৩৬ হাজার ২০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।

• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলি কি কি ?
১. আবেদনকারী ছাত্রীর আধার কার্ড।
২. ছাত্রীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৩. বিগত বছরের পরীক্ষার সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি।
৪. নতুন কোর্সে ভর্তির রশিদ।
৫. আবেদনকারী ছাত্রীদের পিতা-মাতার একমাত্র কন্যা সন্তান তা সংক্রান্ত কোর্টের এফিডেফিট।

• এই স্কলারশিপে নির্বাচনের পদ্ধতি কি ?
ছাত্রীরা ন্যাশনাল স্কলার্শিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://scholarships.gov.in/ -থেকে এই স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। প্রতিবছর ৩০০০ ছাত্রীকে তাদের যোগ্যতা এবং পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।

টাটা কোম্পানি সকল ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ৫০ হাজার টাকা স্কলারশিপ, বিস্তারিত জেনে নিন

• আবেদনের সময়সীমা:-
বর্তমানে এই স্কলারশিপের আবেদন চলছে। এই স্কলারশিপের অনুদানের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ শে অক্টোবর, ২০২২।

অফিসিয়াল ওয়েবসাইট- LINK

এইরকম আরও স্কলারশিপ সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button