গ্রুপ-সি পদে ইনভেস্টিগেটর ও সুপারভাইজার কর্মী নিয়োগ, শূন্যপদ ৫০০ টি । Investigator and Supervisor recruitment at Group-C post
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। BECIL এর তরফ থেকে বিপুল সংখ্যক গ্রুপ-সি পদে ইনভেস্টিগেটর অফ সুপারভাইজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শেষের তারিখ:- আবেদন শেষের তারিখ ২৫ শে জানুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- ইনভেস্টিগেটর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৩৫০ টি।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের নিচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৪,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- সুপারভাইজার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১৫০ টি।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের নিচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৪,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করার জন্য অফিশিয়াল নোটিফিকেশন এ থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ইমেইলে (ইমেইল আইডিটি হলো- projecthr@becil.com ) পাঠাতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি হল:-
(১) আধার কার্ডের জেরক্স।
(২) ভোটার কার্ডের জেরক্স।
(৩) প্যান কার্ডের জেরক্স।
(৪) বার সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
(৫) কাস্ট সার্টিফিকেট।
(৬) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।