টেক নিউজ

WhatsApp: আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ অন্য কেউ পড়ছে নাতো? জেনে নিন এই পদ্ধতিতে

আজকাল প্রায় সকলেই হোয়াটস‌অ্যাপ ব্যবহার করে থাকেন। হোয়াটস‌অ্যাপ পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম। গুগল প্লে স্টোরের হিসেবে ইতিমধ্যেই ৫ বিলিয়ন বার হোয়াটস‌অ্যাপ ইনস্টল করা হয়েছে। এতো বিপুল সংখ্যক মানুষ হোয়াটস‌অ্যাপ ব্যবহার করায় হ্যাকাররা এই অ্যাপের দিকে নজর দিয়েছে। অনলাইন হ্যাকাররা অনেকসময়েই অন্যের হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। কিন্তু এবার থেকে আর এইসব হ্যাকারদের ভয় পাবেন না। সহজ একটি পদ্ধতির মাধ্যমে সহজেই বুঝে নিতে পারবেন আপনার হোয়াটস‌অ্যাপ কখনও হ্যাক হয়েছে বা হয়েছিলো কিনা (WhatsApp)।

WhatsApp Web সম্পর্কে নিশ্চয় আগে শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে জেনে নিন যখন আপনি নিজের কম্পিউটারে বা ল্যাপটপে WhatsApp ব্যবহার করে থাকেন তখন সেই হোয়াটস‌অ্যাপের ব্যবস্থাকে WhatsApp Web বলে। হোয়াটস‌অ্যাপের নতুন নিয়ম অনুযায়ী একসাথে চারটি ডিভাইস থেকে একই নম্বরের হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্টে লগইন করা যায়। এই নিয়মের জন্য অনেক সময় হ্যাকাররা নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনার মোবাইলের সাথে সংযুক্ত থাকা হোয়াটস‌অ্যাপের অ্যাক্সেস পেয়ে যেতে পারে। ধরুন আপনি কোথাও নিজের স্মার্টফোন রেখে অন্যমনস্ক হয়ে রয়েছেন, এই সুযোগে কোনো অসাধু ব্যক্তি আপনার মোবাইলের হোয়াটস‌অ্যাপে থাকা QR কোড স্ক্যান করে তার নিজের ডিভাইসে আপনার অ্যাকাউন্ট থেকে লগইন করে নিতে পারেন। তাই এবিষয়ে আগে থেকে সতর্ক থাকা জরুরি।

এই গোপন ট্রিকটি কাজে লাগিয়ে লটারি কাটলে আপনিও জিতবেন পুরষ্কার

• কীভাবে হোয়াটস‌অ্যাপ ওয়েবে লগইন করতে হয় জেনে নিন :-
(১) প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটস‌অ্যাপ ওয়েব সার্চ করতে হবে।

(২) এবার আপনার ডিভাইসে স্ক্রিনে দেখানো QR কোডটি স্ক্যান করতে হবে।

(৩) তা করার জন্য আপনাকে নিজের মোবাইলে হোয়াটস‌অ্যাপ খুলতে হবে এবং উপরের ডানদিকের তিনটি ডট চিহ্ন বিশিষ্ট আইকনে ক্লিক করতে হবে।

(৪) তারপরে Linked Device এ ক্লিক করতে হবে এবং আপনার ডিভাইসে দেখানো QR কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে।

(৫) তাহলেই আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপে আপনার হোয়াটস‌অ্যাপ ওয়েব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

• কীভাবে বুঝবেন আপনার হোয়াটস‌অ্যাপ কখনও হ্যাক হয়েছে কিনা?
(১) আপনার হোয়াটস‌অ্যাপ হ্যাক হয়েছে কিনা অথবা আপনার হোয়াটস‌অ্যাপ চ্যাট অন্য কেউ পড়ছে কিনা সেবিষয়ে জানার জন্য সবার প্রথমে আপনাকে মোবাইলে হোয়াটস‌অ্যাপ অ্যাপটি খুলতে হবে।

(২) হোয়াটস‌অ্যাপ খোলার পরে উপরের দিকের তিনটি ডট বিশিষ্ট চিহ্নে ক্লিক করতে হবে।

মাত্র ১৭ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় লক্ষাধিক

(৩) তারপরে Linked Device এ ক্লিক করলে আপনার হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্টে লগইন করা হয়েছে এরকম সমস্ত ডিভাইস এর নাম দেখতে পাবেন। যদি এর মধ্যে কোনো ডিভাইস আপনার পরিচিত না হলে তৎক্ষণাৎ সেগুলো রিমুভ করতে পারবেন।

(৪) এছাড়া কোনো ডিভাইসে এখনও আপনার হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট লগইন রয়েছে কিনা তাও জানতে পারবেন।

মনে রাখবেন হোয়াটস‌অ্যাপের মেসেজ end to end encryption ধরণের হয়। অর্থাৎ চ্যাটগুলো কেবলমাত্র আপনাদের দু’জনের মধ্যেই থাকে। তাই কেউ যদি আপনার হোয়াটস‌অ্যাপের মেসেজগুলো পড়তে চান সেক্ষেত্রে তাকে আপনার অ্যাকাউন্টে লগইন করতে হবে এবং অন্য কোনো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন থাকলে সহজেই উপরোক্ত পদ্ধতিতে আপনি তা বুঝে নিতে পারবেন।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ টেক নিউজ পেতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button