আবেদন করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৬০০০ টাকা । Iswar Chandra Vidyasagar Scholarship 2022
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপটি একটি প্রাইভেট স্কলারশিপ। কারা কারা এই স্কলারশিপ পাবে। যোগ্যতা কি? কত টাকা করে দেওয়া হবে সমস্ত নীচে আলোচনা করা হলো।
অন্যকোনো সরকারি স্কলারশিপে আবেদন করলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করা যাবে। কারণ এই স্কলারশিপটি একটি প্রাইভেট স্কলারশিপ।
• আবেদনের শেষ তারিখ:- এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩১ শে জানুয়ারি, ২০২২
○ কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?
(১) এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নীচে থাকতে হবে।
(৩) অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
○ এই স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?
এই স্কলারশিপে বার্ষিক ৬,০০০ টাকা দেওয়া হয়।
• কিভাবে অ্যাপ্লাই করবেন?
এই স্কলারশিপে আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে যে যে নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হলো~
(১) প্রিভিয়াস ইয়ারের মার্কশিট,
(২) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি,
(৩) আধার কার্ড,
(৪) ইনকাম সার্টিফিকেট,
(৫) ব্যাংকের পাসবই এর প্রথম পেজ।
• আবেদনপত্র ডাউনলোড করুন:- Link
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIETY, ALIGUNJ, KELLAPUKUR, P.O- Midnapore, Paschim Medinipur , Pin- 721101
এরকম আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।