সরকারি প্রকল্প

শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা । Jaago Prokolpo 2022

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শুরু করতে চলেছেন জাগো প্রকল্প ( Jaago Prokolpo )। এবার থেকে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের আওতায় ফ্রি তে পেয়ে যাবেন ৫০০০ টাকা।

• কিভাবে এই জাগো প্রকল্পে ( Jaago Prokolpo ) আবেদন করবেন?
এই প্রকল্পে আলাদা করে আবেদন করতে হবে না। এর জন্য স্বনির্ভর গোষ্ঠী দলে নাম থাকতে হবে।

আরও পড়ুনঃ  শৌচালয় বানাতে প্রধানমন্ত্রী দিচ্ছে ১২ হাজার টাকা। কি করে আবেদন করবেন দেখে নিন। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা ২০২২

জাগো প্রকল্পে (Jaago Prokolpo) কতো টাকা দেওয়া হবে?
জাগো প্রকল্পে ৫০০০ টাকা করে দেওয়া হবে।

জাগো প্রকল্পে ( Jaago Prokolpo ) টাকা পাওয়ার শর্ত:-
(১) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
(২) স্বনির্ভর গোষ্ঠী দলটির বয়স ১ বছর হতে হবে।
(৪) স্বনির্ভর দলগুলির ব্যাংক একাউন্ট খোলার অন্তত ৬ মাস হতে হবে।
(৫) স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক একাউন্টে অন্ততপক্ষে ৫০০০ টাকা থাকতে হবে।

এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে 7773003003 এই হেল্পলাইন নাম্বারে ফোন করা যেতে পারে।

আরও পড়ুনঃ  দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা

• চাকরির খবর পড়ুন- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button