Jai Bangla Pension Scheme – এই কাজটি না করলে আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সব ধরনের পেনশন।
Jai Bangla Pension Scheme – এই সমস্যা থেকে বাঁচতে কি করবেন, জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার বিষয়ে নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার (Jai Bangla Pension Scheme)। আপনার অ্যাকাউন্ট থাকলেও এবং আগে টাকা পেলেও এই নিয়ম না মানলে টাকা পাবেন না। এই প্রক্রিয়া পাল্টানোর প্রধান কারণ দুর্নীতি। অনেকেই বিভিন্ন ডকুমেন্টের অভাবে বেআইনি ভাবে টাকা পেতে একাধিক ভুয়ো আবেদন করে টাকা পাচ্ছে। প্রায় ৫ লক্ষ্য লোক টাকা পায় কিন্তু তার মধ্যে তিন লাখ লোক অযোগ্য।
সরকারের তরফে নড়েচড়ে বসলেই এই ভুয়ো ব্যাক্তিগুলো অতিসহজেই বাদ পড়ে যাবে (Jai Bangla Pension Scheme)। শুধুমাত্র এই প্রকল্প না অন্যান্য প্রায় সব প্রকল্পেই স্বচ্ছতার জন্য নতুন কিছু না কিছু নিয়ম আসছে। যেমন রেশন কার্ডে আবার রেটিনার মাধ্যমে যোগ্য প্রার্থী বিচার করে খাদ্যদ্রব্য দেওয়া হবে বলে ঠিক করেছে। লক্ষী ভান্ডার প্রকল্পেও প্রত্যেকের নিজের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে কোনোরকম জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা যাবেনা।
সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, আবার থেকে রেশন কার্ড থাকলে মিলবে বিনামূল্যে পেট্রোল।
বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আধার কার্ড আপলোড করা শুরু হয়ে গেছে। ব্লক ডিভিশনের আধিকারিকরা এই কাজটি করছেন। রাজ্যজুড়ে এই কাজের মধ্যে শনাক্ত করে বলা হয়েছে প্রায় ৭টি জেলায় খুব ধীরে কাজ চলছে বীরভূম, কোচবিহার, মূর্শিদাবাদের মতো জেলায় কাজ খুব ধীর গতিতে হচ্ছে।
বিধবা ভাতার আধার আপলোডের প্রায় ৫২ শতাংশ হয়ে গেছে। বার্ধক্যভাতার ক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সরকার ক্ষুব্ধ এই জেলার ব্লক প্রশাসনের ওপর। আপনার আধার আপলোড যদি এখনো না হয়ে থাকে তাহলে আপনার অঞ্চলের বিডিও অফিসে গিয়ে আধার তথ্য দিয়ে আসুন।
আপনার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও নাহলে কোনো টাকা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যামূলক একাধিক প্রকল্প আছে ছাত্র থেকে বয়স্ক সবার জন্য। সাইবার ক্রাইম করে বিভিন্ন ব্যাক্তি এই সবেরই সুবিধা নিতে চায়।
ফ্রী রেশন নিচ্ছেন? এবার থেকে নিজের বাড়ি, গাড়ি থাকলে রেশন পাবেন না, সরকারের নতুন নিয়ম জেনে নিন।