টেক নিউজ

Jio-র হোলি ধামাকা অফার, 149 টাকায় রোজ 1 GB করে ডেটা সহ আনলিমিটেড কল।

হোলিতে Jio-র সেরা চমক।

সবথেকে সস্তায় Jio নিয়ে এল আনলিমিটেড কলের প্ল্যান। এতদিন টেলিকম জগতে সস্তা বলতে সবাই জানতো BSNL. কিন্তু জিও এবার আরো সস্তা প্ল্যান নিয়ে হাজির। জিও সম্প্রতি ৫ জি পরিষেবা শুরু করেছে। এখনো অবধি কোনো টেলিকম সংস্থা এই কাজ করে উঠতে পারেনি। ইন্টারনেট জগতে জিও র একচ্ছত্র আধিপত্যের কারণ আছে। এবার আপনি ১৫০ টাকারও নীচে পেয়ে যাবেন আনলিমিটেড কলের সুবিধা। শুধুমাত্র কল নয় তার সাথে মেসেজ ডাটাও পাবেন।

আপনি এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডাটা এবং ১০০ এসএমএস পেয়ে যাবেন। এছাড়াও Jio ক্লাউডে অ্যাক্সেস ও পেয়ে যাবেন। আপনি যদি কম দিনে আনলিমিটেড কলের প্যাক রিচার্জ করতে চান তাহলে এর থেকে ভালো আর কিছু নেই । আপনি ২০ দিনের জন্য এই প্ল্যান রিচার্জ করে নিন। এয়ারটেল, ভিআই কেউই এত ছোটো প্ল্যান বের করার মতো এখনো অবধি প্ল্যান ভাবতে পারিনি।

100 টাকার কমে সারা মাসের মোবাইল খরচ, কলিং ও নেট দুটোই পাবেন।

জিও এন্টারটেনমেইন্ট গুলিও সমান জনপ্রিয় এখন। যেগুলি আপনি সাবস্ক্রিপশনের বিনিময়ে পাবেন। কিন্তু আপনি যদি Jio-র প্ল্যানগুলি রিচার্জ করেন তাহলে সেই সাবস্ক্রিপশন মূল্য আর লাগবেনা। আবার অন্যদিকে জিও র ফ্যামিলি প্যাক ও আছে। যেখানে এক রিচার্জে গোটা পরিবারের চলে যাবে। সেখানে আপনি আবার বার্ষিক রিচার্জের সুবিধা পেয়ে যাবেন। বারবার রিচার্জের কোনো ঝামেলা থাকবেনা।

আজ থেকে বেশ কিছু বছর আগে জিও ই ইন্টারনেট জগতে সাড়া ফেলে দিয়েছিল। তাদের হাত ধরেই দেশের প্রতিটি জায়গায় ইন্টারনেট পৌঁছে গিয়েছিল। অন্যান্য কোম্পানির তুলনায় তাদের ইন্টারনেট ও সস্তা অনেক। BSNL ও বেশ কিছুটা সস্তা কিন্তু তাদের ইন্টারনেটের সেভাবে কোনো ব্যাবস্থা নেই। সম্প্রতি তারা ৪ জি শুরুর কথা ঘোষণা করেছে।

3টি নতুন রিচার্জ প্ল্যান Jio AirTel Vi এর, কে বেশি সস্তায় দিচ্ছে দেখুন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button