টেক নিউজ

5G Internet: শীঘ্রই এই শহরগুলিতে 5G পরিষেবা চালু হতে চলেছে, আপনার শহর এই লিস্টে রয়েছে কি?

5G ইন্টারনেট কানেকশন লঞ্চ হওয়ার পরই সমগ্র দেশের সাধারণ মানুষ 5G ইন্টারনেট পরিষেবা কবে ভারতে চালু হবে তা জানতে উৎসুক হয়ে রয়েছে। আর ইতিমধ্যেই 5G পরিষেবা সংক্রান্ত জোড়া সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। অক্টোবর মাসের শুরুতেই ভারতজুড়ে চালু করা হয়েছে 5G ইন্টারনেটের বিটা ট্রায়াল। তবে এবারে শুধু রিলায়েন্স জিও নয়, জিওর সাথে জুড়েছে ভারতের আরও এক বিখ্যাত টেলিকম কোম্পানির নাম। এবারের রিলায়েন্স জিওর পাশাপাশি ভারতের বিশেষ কয়েকটি শহরে এয়ারটেলের পক্ষ থেকে 5G নেটওয়ার্ক কার্যকরী করা হলো। তবে এখনও পর্যন্ত সীমিত সংখ্যক গ্রাহকরাই এই পরিষেবার সুযোগ নিতে পারছেন।

এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, আগামী দিনে সমগ্র ভারতের প্রায় ৩০ টি শহরে জিও এবং এয়ারটেলের তরফে 5G পরিষেবা কার্যকরী করা হবে। কিন্তু আপনি কি জানেন দেশের কোন কোন শহরে রিলায়েন্স জিও এবং এয়ারটেল 5G ইন্টারনেট কানেকশন কার্যকরী করেছে? কিংবা ভবিষ্যতে কোন কোন শহরগুলিতে 5G ইন্টারনেট কানেকশন চালু করা হবে? যদি না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য।

চলুন তবে জেনে নেওয়া যাক দেশের কোন কোন শহরে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের 5G পরিষেবা কার্যকরী হতে চলেছে?
বিভিন্ন রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, প্রথম পর্যায়ে টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে ভারতের ১৩ টি শহরে ৫ জির বিটা ট্রায়াল চালু করা হয়েছে। এরমধ্যে কলকাতা, দিল্লী, মুম্বাই এবং বারাণসীর মতো ৪ টি শহরের জনগণ রিলায়েন্স জিওর 5G ইন্টারনেটের পরিষেবা উপভোগ করছেন এবং এয়ারটেলের আওতায় রয়েছে শিলিগুড়ি, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নাগপুর এবং বারাণসীর মতো ৮ টি শহর।

তবে এবিষয়ে সমগ্র ভারতবর্ষের কথা মাথায় রেখে আগামী দিনে 5G পরিষেবা উপভোগকারী শহরের সংখ্যা বাড়ানো হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, আগামী দিনগুলিতে রিলায়েন্স জিওর 5G পরিষেবা উপভোগকারী শহরের সংখ্যা ৪ থেকে বৃদ্ধি পেয়ে ১১ হতে চলেছে। অন্যদিকে এয়ারটেল 5G এর আওতায় থাকা শহরের সংখ্যা ৮ থেকে বৃদ্ধি পেয়ে পৌঁছাতে চলেছে ১৮ তে।

ভবিষ্যতে কোন কোন শহরগুলিতে জিও 5G এর পরিষেবা পাওয়া যাবে?
জানা গিয়েছে যে কলকাতা, দিল্লী, মুম্বাই এবং বারাণসীর পাশাপাশি আগামী দিনে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, চেন্নাই, লখনউ এবং পুনের মতো শহরগুলিতে জিও 5G ইন্টারনেট পরিষেবা চালু করবে।

সমস্ত টেলিকম কম্পানিকে টেক্কা দিতে ভারতে চালু হতে চলেছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

কোন কোন শহরগুলিতে এয়ারটেল 5G এর পরিষেবা পাওয়া যাবে?
শিলিগুড়িতে এয়ারটেলের 5G পরিষেবা চালু করা হলেও কলকাতাতে এখনও পর্যন্ত এয়ারটেল 5G কার্যকরী করা হয়নি। জানা গিয়েছে যে, খুব শীঘ্রই কলকাতা সহ আহমেদাবাদ, গান্ধীনগর, গুরুগ্রাম, পুনে, জামনগর, চণ্ডীগড় সহ অন্যান্য শহরের বাসিন্দারাও এয়ারটেল 5G ইন্টারনেট কানেকশনের সুবিধা পাবেন।

5G তে কতো নেট স্পিড পাওয়া যাচ্ছে?
5G লঞ্চ করার সময় থেকেই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির তরফে বারবার জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিলো যে, 5G নেটওয়াক লঞ্চ হলেই হাই স্পিড নেট কানেকশন মিলবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। তবে এখনও পর্যন্ত 5G এর বিটা ট্রায়ালে সর্বোচ্চ ১০ জিবিপিএস নেট স্পিড পাওয়া যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করার জন্য কোনো নতুন সিম প্রয়োজন হচ্ছে না। তবে জিও হোক কিংবা এয়ারটেল যেকোনো টেলিকম কোম্পানির 5G পরিষেবা উপভোগ করার ক্ষেত্রে অবশ্যই আপনার 5G স্মার্টফোন থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button