টেক নিউজ

Jio Offer: জিও প্রত্যেক গ্রাহককে দিচ্ছে ২০ জিবি করে ফ্রী ডেটা, কিভাবে পাবেন জেনে নিন

আপনি কি রিলায়েন্স জিও (Relience Jio) এর একজন গ্রাহক? তবে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর। ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Relience Jio)। প্রায় ৪০০ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে রিলায়েন্স জিওর আয়ত্তে। যদিও ২০২১ সালের শেষে অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে জিওর রিচার্জ প্যাকগুলিরও দাম বাড়ানো হয়েছিলো, তবু আজও জিওর নানান ধরনের প্ল্যান রয়েছে যেগুলো শুধুমাত্র গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। আর জিওর এই প্ল্যানগুলোর কারণেই জিওর চাহিদা উত্তরোত্তর বাড়ছে।

আজ আমরা আলোচনা করবো এমন একটি লাকি ড্র নিয়ে যাতে আপনিও পেয়ে যেতে পারেন ২০ জিবি ডেটা তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে (Jio Offer)।

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের আবেদন প্রক্রিয়া, সমস্ত খুঁটিনাটি জেনে নিন

• চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ডেটা পেতে পারেন:-
রিলায়েন্স জিও (Relience Jio) এর তরফে আয়োজন করা হয়েছে এমন একটি লাকি ড্র যাতে আপনিও সম্পূর্ণ বিনামূল্যে জিতে নিতে পারে ২০ জিবি ডেটা। এর জন্য প্রথমেই আপনাকে My Jio অ্যাপে যেতে হবে।এই অ্যাপের হোমপেজ স্ক্রল করে কিছুটা নীচের দিকে এলেই আপনি এই অফারটি দেখতে পাবেন। এখান থেকেই আপনি লাকি ড্র-এ অংশ নিতে পারবেন। আর আপনিও জিতে নিতে পারবেন ২০ জিবি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে।

সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button