Jio New Recharge Plan – তাক লাগানো নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলো জিও। রোজ পাওয়া যাবে আনলিমিটেড ডেটা সহ কলিংএর সুবিধা।
ভারতের টেলিকম কোম্পানিগুলি বরাবরই তাদের গ্রাহকদের সুবিধার জন্য নানাধরনের রিচার্জ প্ল্যান থেকে শুরু করে ভাউচার অফার লঞ্চ করে থাকে। তাতেই বেশ কতোগুলি টেলিকম কোম্পানি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। এই সমস্ত কোম্পানিগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কোম্পানি হলো রিলায়েন্স জিও। গ্রাহকদের সুবিধার জন্য জিওর পক্ষ থেকে নানা ধরনের প্রিপেইড, পোস্টপেইড প্ল্যান লঞ্চ করা হয়ে থাকে (Jio New Recharge Plan)। আর এই নতুন বছরেও গ্রাহকদের পছন্দ অনুসারে জিওর তরফে এমন একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে, যাতে গ্রাহকরা আনলিমিটেড কল সহ অন্যান্য সুবিধার পাশাপাশি ২৫ জিবি ডেটা পেয়ে যাবেন।
ইতিমধ্যেই জিওর এই রিচার্জ প্ল্যানটি নিয়ে গ্রাহকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর তাতেই আজ আমরা জিওর এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন তবে জিওর এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক,
জিওর ২৯৬ টাকার রিচার্জ প্যাক (Jio New Recharge Plan):-
জিওর তরফে কার্যকরী এই নতুন রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যেতে চলছেন ২৫ জিবি ডেটা এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা। আর এই ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনোরকম ডেইলি ডেটা লিমিট নেই, আপনি আপনার ইচ্ছে অনুসারে ডেটা ব্যবহার করতে পারবেন।
স্নেহালয় হাউসিং স্কিমে আবেদন করলেই মিলবে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
এর পাশাপাশি এই রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানে (Jio New Recharge Plan) গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের মতো অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। আর এই সমস্ত সুবিধাগুলি গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র ২৯৬ টাকার বিনিময়ে। তবে এই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এই প্ল্যানের আওতায় বেশ কিছু নির্বাচিত গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
সুতরাং, আপনিও যদি ডেইলি ডেটা যুক্ত প্যাকের বদলে যথেষ্ট ডেটা সমন্বিত রিচার্জ প্ল্যান কিনে নিতে চান তবে এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য। এই প্ল্যানে এই সমস্ত সুবিধার পাশাপশি আপনিও আনলিমিটেড 5G ডেটা পেয়ে যেতে পারেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ইতিমধ্যেই রিলায়েন্স জিওর ওয়েলকাম অফারের আওতায় থাকা এই প্ল্যানটি গ্রাহকদের মন জয় করে নিয়েছে। আপনিও যদি ৩০০ টাকার চেয়েও কমমূল্যে যথেষ্ট সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তবে এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য।