জুলাই মাসে আসতে চলেছে জিও স্কলারশিপ। প্রতিবছর ছাত্র-ছাত্রীরা পাবে ৩৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা
রিলায়েন্স জিও ফাউন্ডেশন এর তরফ থেকে আগামী জুলাই মাসে আসতে চলেছে Jio Scholarship। সাধারণত দরিদ্র সীমার নীচে থাকা ছেলে-মেয়েদের জন্যই এই স্কলারশিপের কথা ভেবেছেন আম্বানি মহাশয়। কারা কারা এই স্কলারশিপ পাবে। যোগ্যতা কি? কত টাকা করে দেওয়া হবে সমস্ত নীচে আলোচনা করা হলো।
সবার প্রথমে জানিয়ে রাখি এটি একটি প্রাইভেট স্কলারশিপ।
○কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?
মাধ্যামিক-উচ্চমাধ্যমিক, PG-UG এবং ডিপ্লোমা কোর্সে পড়া ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
○এই স্কলারশিপে আবেদন করতে হলে কোন ক্লাসে কত % নাম্বার লাগবে?
★মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের –
Board- 70%
CBSE/ICSE- 85%
★ একাদশ শ্রেণী পাশ করা ছাত্র-ছাত্রীদের –
Board- 70%
CBSE/ICSE- 85%
★ উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের –
Board- 65%
CBSE/ICSE- 80%
★ UG- 75%
★ PG- 75%
○কে কত টাকা পাবে?
★ মাধ্যমিক – 35 হাজার টাকা।
★ একাদশ- 38 হাজার টাকা।
★উচ্চমাধ্যমিক- 45 হাজার টাকা।
★ UG- 52 হাজার টাকা।
★ PG- 55 হাজার টাকা।
○আবেদন করবার জন্য প্রয়োজনীয় ডকোমেন্সঃ-
★ রেজাল্ট
★ ইনকাম সার্টিফিকেট
★ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি আইডেন্টি
★ ব্যঙ্কের বই
★ আধার কার্ড
★ ফটো
★ মোবাইল নাম্বার
★ ইমেল
○কোথায় আবেদন করবেন?
আবেদন করবার জন্য জিওর অফিসিয়াল ওয়েবসাইট www.jio.com এ গিয়ে আবেদন করতে হবে।
কোনো অসুবিধা হলে স্কলারশিপ হেল্পলাইন 18008909999 এ যোগাযোগ করতে পারেন।
খবরটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। এরকম আরো স্কলারশিপের খবর পড়তে আমাদের ওয়েবসাইটের স্কলারশিপ বিভাগে যান। এবং যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- WhatsApp