স্কলারশিপ তথ্য
কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ প্রোগ্রাম ২০২১ | Keep India Smiling Foundation Scholarship program 2021
ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করবো কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপে আবেদন করতে যোগ্যতা কি লাগে? কত টাকা পাওয়া যায়? কারা কারা আবেদন করতে পারবে সমস্ত থাকবে এই পোষ্টে।
• কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপটি দেওয়া হবে কলগেট-এর তরফ থেকে।
• আবেদনের শেষ তারিখ ৩১ শে অগাস্ট,২০২১।
এই স্কলারশিপে আবেদন করতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। যেমন-
(ক) নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
(খ) উচ্চমাধ্যমিকে অন্তত ৬০% নাম্বার পেয়ে থাকতে হবে।
(গ) যেকোনো ডেন্টাল সার্জারি প্রোগ্রাম অফ ইন্ডিয়া-এর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
(ঘ) পারিবারিক বাৎসরিক আয় ৫ লাখের নীচে হতে হবে।
○ কত টাকা পাওয়া যায়-
এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য আবেদনকারীদের প্রতিবছর ৩০,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ ৪ বছরে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
• এই স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো-
° পাসপোর্ট সাইজের ফটোকপি,
° ভ্যালিড আই কার্ড প্রুফ (আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড)
° ইনকাম সার্টিফিকেট,
° উচ্চমাধ্যমিক -এর মার্কশিট (সেল্ফ অ্যাটাস্টেট করা) ,
° কলেজে ভর্তি হওয়ার কলেজ আইডি বা অ্যাডমিশন রিসিপ্ট,
° এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট (এটি আবশ্যিক নয়)
° ডিসেবিলিটি সার্টিফিকেট (PWD আবেদনকারীর ক্ষেত্রে),
° ব্যাংকের পাসবই এর ডিটেইলস।
• কিকরে আবেদন করবেনঃ- https://www.buddy4study.com/page/keep-india-smiling-foundational-scholarship-programme এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
• অনান্য স্কলারশিপ:-
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ঃ- Whatsapp