স্কলারশিপ তথ্য

Kind Scholarship 2022 – আবেদন করুন কাইন্ড স্কলারশিপে এবং পেয়ে যান প্রতি বছর সর্বোচ্চ ১৮০০০ টাকা

ভারতের প্রত্যন্ত অঞ্চলে আজও অর্থনৈতিক প্রতিকূলতা ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে ছাত্রীদের। এমনকী, অনেকক্ষেত্রে সাবালিকা হওয়ার পূর্বেই মেয়েদের বিবাহ সম্পন্ন করানো হয়। ভারতের মহিলা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যতের পথ সুগম করার জন্য কাইন্ড স্কলারশিপ ফর ইয়ং ওমেন (Kind Scholarship for Young Women) প্রদান করা হয়। এই স্কলারশিপটি PAN India এর কর্মকর্তাদের দ্বারা প্রদান করা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করবো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কি কি, কীভাবে আবেদন করবেন, এরূপ প্রয়োজনীয় তথ্যগুলি।

চলুন তবে দেখে নেওয়া যাক, এই স্কলারশিপের জন্য আবশিক যোগ্যতা কি কি:-
১. আবেদনকারী মহিলাদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. যেসকল ছাত্রীরা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত, স্নাতক, স্নাতকোত্তর স্তরে পাঠরত, পলিটেকনিক এবং C.A, C.S এর মতো প্রফেশনাল কোর্সে পাঠরত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩. এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় অবশ্যই ৪,০০,০০০ এর চেয়ে কম হতে হবে।
৪. আবেদনকারী ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

• এই স্কলারশিপে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ:-
এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রীদের মূলত তারা যে কোর্সে পাঠরত তার ওপর নির্ভর করে অনুদান প্রদান করা হয়ে থাকে।
১. নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের প্রতি বছরে ৬০০০ টাকা অনুদান দেওয়া হয়।
২. একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের প্রতি বছরে ১২,০০০ টাকা অনুদান দেওয়া হয়।
৩. স্নাতক, স্নাতকোত্তর এবং অন্যান্য প্রফেশনাল কোর্সে পাঠরত ছাত্রীদের প্রতি বছরে ১৮,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে।

• আবেদন পদ্ধতি:-
এই স্কলারশিপের জন্য কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১. আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে Kind Scholarship for Young Women এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/scholarship/kind-scholarship-for-meritorious-students – এ যেতে হবে।
২. এরপর Apply Now অপশনে ক্লিক করুন।
৩. এরপর আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এই স্কলারশিপের জন্য রেজিষ্টার করতে হবে অথবা লগইন করতে হবে।
৪. রেজিস্ট্রেশন অথবা লগ ইন সম্পূর্ণ হলে আপনাকে প্রয়োজনীয় নথিগুলো আপলোড করতে হবে।
৫. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে এবং সমস্ত নথিগুলো আপলোড করা হলে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. পূর্ববতী পরীক্ষার মার্কশিট।
২. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৩. আবেদনকারীর ফটো আইডি ( আধার/ ভোটার/ প্যান কার্ড)
৪. বর্তমান কোর্সের প্রমাণপত্র (স্কুলের আইডি কার্ড/ ভর্তির রশিদ/ Bonafide certificate)

• আবেদনের তারিখ:-
২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই স্কলারশিপের জন্য আবেদন শুরু হবে।

এইরকম স্কলারশিপ সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button