আপনার জীবনের লক্ষ্য কি পুলিশ হওয়া? তবে জানুন কোন পুলিশ হতে কি ধরনের যোগ্যতার প্রয়োজন হয় । Know about the qualifications for being a Police Officer
অনেক মানুষই ধরাবাঁধা চাকরী করতে চান না। অনেকেই আবার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন পুলিশ হওয়ার (How to Become a Police Officer)। আপনিও কি পুলিশ হতে চান? তবে এই খবরটি আপনার জন্য। যেকোনো পুলিশের চাকরী তা ডি.জি.পি, এ.ডি.জি.পি. বা ডি.আই.জি.পি. হোক অথবা কনস্টেবল, এর জন্য আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক, পরীক্ষার জন্য কি কি বিষয় নিয়ে পড়তে হবে, কিভাবে পরীক্ষা হবে:-
(ক) পদের নাম:- ডি.জি.পি (D.G.P)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
পুলিশের ডি.জি.পি (D.G.P) হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আইপিএস (IPS) হতে হবে। এরপর আপনার প্রথম পোস্টিং হবে এএসপি (ASP) পদে। এবার এরপর আপনার যোগ্যতা অনুসারে পদোন্নতি হবে এবং আপনি ডি.জি.পি (D.G.P) হতে পারবেন। UPSC তিনটি ধাপে হয়ে থাকে- প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test)।
(খ) পদের নাম:- এ.ডি.জি.পি. (A.D.G.P)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
এ.ডি.জি.পি (A.D.G.P) হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়ে আইপিএস অফিসার (IPS) হতে হবে। UPSC তিনটি ধাপে হয়ে থাকে, প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test)। এরপর আপনার প্রথম পোস্টিং হবে এএসপি (ASP) পদে। এরপর আপনার যোগ্যতা অনুসারে পদোন্নতি হবে এবং আপনি এ. ডি.জি.পি(A.D.G.P) হতে পারবেন।
(গ) পদের নাম:- I.G (আই.জি)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
প্রধানত দুই ভাবে আপনি I.G (আই.জি) অফিসার হতে পারেন। এর জন্য আপনাকে সর্বভারতীয় স্তরে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা রাজ্যস্তরে পিসিএস (PCS) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউপিএসসি (UPSC) এবং রাজ্যস্তরে পিএসসি (PSC) তিনটি ধাপে হয়ে থাকে, প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test)। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আইপিএস (IPS) অফিসার হলে ধীরে ধীরে পদোন্নতির মাধ্যমে আপনি I.G (আই.জি) অফিসার হতে পারবেন অথবা পিএসসি (PSC)পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি রাজ্যস্তরে ডিএসপি (DSP) অথবা এসপি (SP) হয়েও ধীরে ধীরে পদোন্নতির মাধ্যমে আইজি (IG) অফিসার হতে পারেন।
(ঘ) পদের নাম:-D.I.G (ডি.আই.জি)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
D.I.G (ডি.আই.জি) একটি প্রমোশনাল পোস্ট। D.I.G (ডি.আই.জি) অফিসার হওয়ার জন্য আপনি দুটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে হতে পারে। প্রথমত আপনি সর্বভারতীয় স্তরে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস (IPS) অফিসার হতে পারেন এবং পদোন্নতির পদ্ধতির মাধ্যমে D.I.G (ডি.আই.জি) অফিসার হতে পারেন। এছাড়াও রাজ্যস্তরে পিএসসি (PSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে ডিএসপি (DSP) তারপর SP এবং এরপর একেবারে D.I.G (ডি.আই.জি) হতে পারবেন। ইউপিএসসি (UPSC) এবং পিএসসি (PSC) তিনটি ধাপে হয়ে থাকে, প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test)।
(ঙ) পদের নাম:-S.S.P (এস.এস.পি)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
S.S.P (এস.এস.পি) একটি প্রমোশনাল পোস্ট। এক্ষেত্রেও একইভাবে আপনাকে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আইপিএস (IPS) রূপে জয়েন করতে হবে। এরপর আপনি নিজের কর্মদক্ষতায় পদোন্নতির মাধ্যমে S.S.P (এস.এস.পি) হতে পারবেন। ইউপিএসসি (UPSC) তিনটি ধাপে হয়ে থাকে, প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test)।
(চ) পদের নাম:-S.P (এস.পি)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
S.P (এস.পি) হওয়ার ক্ষেত্রে তিনটি উপায় রয়েছে। প্রথমত ইউপিএসসি (UPSC) এর সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস (IPS) অফিসার রূপে জয়েন করতে হবে। আইপিএস (IPS) অফিসার হিসেবে জয়েনিং এর সময় এএসপি (ASP) অথবা ডিএসপি (DSP) হিসেবে জয়েন করতে হয়। এরপর পদ্ধতির মাধ্যমে আপনি দুই-তিন বছরে S.P (এস.পি) হতে পারবেন। দ্বিতীয়ত, পিএসসি (PSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি ডিএসপি (DSP) রূপে পুলিশে জয়েন করতে পারবেন। এরপর পদন্নতির মাধ্যমে আপনি এসপি (SP) হতে পারবেন। এছাড়াও আপনি রাজ্যস্তরে এস আই (SI) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধীরে ধীরে পদন্নতির মাধ্যমে এসপি (SP) হতে পারবেন।
(ছ) পদের নাম:- এ.এস.পি (A.S.P)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
ইচ্ছুক ব্যক্তিরা দু’ভাবে এ.এস.পি (A.S.P) হতে পারেন। প্রথমত, ইউপিএসসি (UPSC) এর সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরাসরি এ.এস.পি (A.S.P) গ্রুপে জয়েন করতে পারেন। দ্বিতীয়ত, রাজ্যস্তরে পিএসসি (PSC) আয়োজিত WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি ডি.এস.পি (D.S.P) গ্রুপে জয়েন করতে পারেন এবং তারপর প্রমোশনের মাধ্যমে এ.এস.পি (A.S.P) হতে পারবেন।
(জ) পদের নাম:- ডি.এস.পি (D.S.P)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-৩৬ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি হতে হবে। এছাড়াও SC, ST দের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের উচ্চতা ১৪৫ সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
পিএসসি (PSC) আয়োজিত WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি ডিএসপি (DSP) রূপে পুলিশে জয়েন করতে পারবেন। এই পরীক্ষায় তিনটি ধাপ রয়েছে: প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test) অথবা ইন্টারভিউ। এই পরীক্ষাটি আপনি ইংরেজি বাংলা অথবা যাদের মাতৃভাষা নেপালি তারা নেপালিতে দিতে পারবেন।
(ঝ) পদের নাম:- ইন্সপেক্টর
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-২৭ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৬০সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
পুলিশ ইন্সপেক্টরের পোষ্ট অবশ্যই একটি প্রমোশনাল পোষ্ট। এই পোষ্টের জন্য আলাদাভাবে কোন পরীক্ষা হয় না। এসআই (S.I) পদে থেকে পদোন্নতির মাধ্যমে আপনি পুলিশ ইন্সপেক্টর হতে পারবেন।
(ঞ) পদের নাম:- S.I (এস.আই)
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
২. আবেদনকারীর বয়স ২১-২৭ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭ সেমি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৬০সেমি হতে হবে।
৪. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আইসাইট Near Vision J1 এবং Distance Vision 6/6, 6/9 হতে হবে। এছাড়া যাদের আইসাইট দুর্বল তাদের Near Vision J2 এবং Distance Vision 6/12, 6/9 হতে হবে।
পরীক্ষা পদ্ধতি:-
SSC এবং SPS এই দুটি পরীক্ষার মাধ্যমে আপনি S.I (এস.আই) হতে পারবেন। মূলত তিনটি ধাপে এই পরীক্ষা দুটি হয়ে থাকে: প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test) অথবা ইন্টারভিউ।
(ট) পদের নাম:- কনস্টেবল
• আবশ্যক যোগ্যতা:-
১. যেকোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
২. আবেদনকারীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC, ST দের ক্ষেত্রে ৫ বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
• পরীক্ষা পদ্ধতি:-
কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য রাজ্যস্তরে আয়োজিত কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চারটি ভাগে পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারি (preliminary), ফিজিক্যাল টেস্ট(Physical Test), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test) অথবা ইন্টারভিউ। ফিজিক্যাল টেস্ট এর ক্ষেত্রে PMT এবং PET হয়ে থাকে। এই পরীক্ষাগুলিতে যোগ্যতার দ্বারা উত্তীর্ণ হলে আপনি পুলিশ কনস্টেবল হতে পারবেন।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।