সরকারি প্রকল্প

শুরু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প : সমস্ত মহিলা পাবে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা

 

Lakhmir%2BBhandar%2BProkolpo

ফিনিক্স বাংলায় আপনাকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা)।  পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য শুরু করতে চলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে সমস্ত মহিলা পাবে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।


এই প্রকল্প কি? কারা কারা এই প্রকল্প পাবেন? কি কি ডকোমেন্স লাগবে এই প্রকল্প পেতে, কিভাবে আবেদন করবেন?  আজ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

টাকার পরিমানঃ- এই প্রকল্প শুধু মাত্র মহিলারা পাবেন।  এই প্রকল্পের আন্ডারে একজন জেনারেল কাস্ট ও OBC মহিলাকে মাসে ৫০০ টাকা এবং SC-ST কাস্ট মহিলাকে ১০০০ টাকা করে দেওয়া হবে।



আবেদন পদ্ধতিঃ- অনলাইনে আবেদন হবার সম্ভাবনা রয়েছে। আবার অফ লাইনেও হতে পারে।


আবেদনকারীরা টাকা কিভাবে পাবেঃ- যারা আবেদন করবেন তাদের একাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।


প্রকল্প শুরুর সম্ভাব্য সময়ঃ- চলতি জুলাস মাসেই এই প্রকল্পের ফর্ম ফিলাপ শুরু হবার সম্ভাবনা রয়েছে।

 

গ্রামীণ ডাক সেবকে ১৫০০ টির বেশি শূন্যপদে কর্মী নিয়োগ


আবেদন কারীঃ- শুধুমাত্র বাড়ির গিন্নি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।


এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন নাঃ- 

ক) আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন তবে এই প্রকল্পে আপনি অংশ গ্রহন করতে পারবেন না।

খ) আপনার যদি ব্যাঙ্ক একাউন্ট না থাকে তবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। 

গ) যদি আপনার দুই হেক্টরের বেশি জমি থাকে তবে আপনি এই প্রকল্পে অংশগ্রহন করতে পারবেন না।

ঙ) ইনকাম ট্যাক্স প্রদানকারীরা এটিতে আবেদন করতে পারবেন না।

এই পয়েন্ট গুলো বাদ দিলে বাকি সকলে আবেদন করতে পারবেন।



আবেদনের ধরনঃ- আপনি এখানে দুটো ভাগে আবেদন করতে পারেন। 

প্রথম- আপনি SC-ST হন তবে এটির ওপর ভিত্তি করে।

দ্বিতীয়- আপনি যদি জেনারেল বা OBC হন তার ওপর ভিত্তি করে।


কি কি ডকোমেন্স লাগবেঃ- এই প্রকল্পে আবেদন করবার জন্য বেশ কিছু ডকোমেন্স লাগবে। যেমন, 

ক) আধার কার্ড

খ) ভোটার কার্ড

গ) কাস্ট সার্টিফিকেট (থাকলে)

ঘ) ব্যাঙ্কের বইয়ের ফন্ট পেজ জেরক্স।

ঙ) রেশন কার্ড

চ) ছবি দু কপি। (পার্সপোর্ট সাইজ) 


কাঁচ গবেষণা কেন্দ্রে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ


netaji%2Bsubhas%2Binstitute%2Bof%2Btechnology%2Brecruitment%2B2021%2B%25284%2529

   হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ঃ- Whatsapp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button