লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর, এমনটা হবে কেউ ভাবতেই পারেনি।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আসতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন, জানুন বিশদে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত সকল রাজ্যবাসী। এটা বিশেষত মহিলাদের কথা ভেবে চালু হলেও সকলেই প্রশংসা করেছেন রাজ্য সরকারের এই উদ্যোগকে। এর আগে কোনো সরকার বাড়ির বিবাহিত মহিলাদের নিয়ে এই ধরনের কোনো চিন্তা করেনি। এই লক্ষীর ভান্ডারের মতো একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে। প্রথমার্ধে যখন সকলে প্রকল্পের অন্তর্ভুক্ত হয় তার থেকে রাজ্য সরকার এই প্রকল্পে কিছু পরিবর্তন আনছে। প্রকল্পের টাকা যাতে নিশ্চিত ভাবে আবেদনকারী পায় সেটা সরকার নিশ্চিত করতেে চাইছে।
আপনার যে অ্যাকাউন্টের সাথে লক্ষ্মীর ভান্ডার লিঙ্ক আছে সে অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত করা আবশ্যক হয়ে পড়ছে। শুধুমাত্র সরকার যে এই বিষয়ের জন্য দায়ি তা না। রিজার্ভ ব্যাংক ও তাদের নিয়মে কিছু পরিবর্তন এনেছে। আগে অনেকেই জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েও লক্ষীর ভান্ডারের টাকা পেতো কিন্তু এবার থেকে তা একেবারে নিষিদ্ধ। অনেকেই এই অ্যাকাউন্টের সুবিধা নিয়ে জালিয়াত করে অনেক টাকা তুলছে তাই পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে একমাত্র নিজের অ্যাকাউন্ট দিয়েই খুললেই টাকা পাওয়া যাবে।
রেশনের মালের বড় পরিবর্তন, এবার থেকে শুধুমাত্র চাল, গম নয় মিলবে আরও দরকারি জিনিস, কারা কারা পাবেন?
তবে এর সাথে একগুচ্ছ খুশির খবরও আছে যারা লক্ষীর ভান্ডার পাওয়ার জন্য বার্ধ্যক্যভাতা পেতনা তারাও এবার থেকে পাবে সেই টাকা পাবে। সাধারণ পরিবারের মহিলারা মাসে ৫০০ টাকা পায় এবং তফশিলী ও sc , ST পরিবারের মহিলারা ১০০০ টাকা পায়। কিন্তু এবার থেকে যারা ৫০০ টাকা পায় তাদের ১০০০ টাকা পায়। এবছরে আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে খুব শীঘ্রই।
কিন্তু ফর্ম ফিল আপ করার আগে আধার কার্ড যুক্ত করুন ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে নাহলে কিন্তু টাকা ঢুকবেনা আপনার ব্যাঙ্কে। লক্ষীর ভান্ডারের মতো বাড়ির মহিলাদের গুরুত্ব বোঝায়। তারা সারাদিন বাড়িতে কাজ করেও শুনতে হয় কিছু করেনা এতে তাদের অসন্মান করা হয়।
বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় LIC Policy, গ্রাহকদের মাথায় হাত, এমন সুযোগ আর আসবে না।