পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কলারশিপের আবেদনের শেষ তারিখ । Last date of application of the government scholarship of West Bengal
• স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট:- অফিশিয়াল ওয়েবসাইটে কোনরকম অফিসিয়ালি লাস্ট ডেট দেওয়া না থাকলেও সূত্রের খবর, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট ১৫ ই ফেব্রুয়ারি,২০২২। কিন্তু, রিনুয়ালের শেষ তারিখ আরও কিছুদিন বেশি থাকবে।
• ঐকশ্রী স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট:- ঐক্যশ্রী স্কলারশিপের প্রত্যেকটি স্কিমের আবেদনের শেষ তারিখ ৩১ শে জানুয়ারি,২০২২। যদিও ঐক্যশ্রী SVMCM এর ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ আরও কিছুদিন বেশি থাকবে।
• NSP অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট:- ন্যাশনাল স্কলারশিপ এর সমস্ত স্কিমের আবেদনের শেষ তারিখ ছিল ১৫ ই জানুয়ারি, ২০২২। এই আবেদনের তারিখ বাড়ানোর কোনো সম্ভাবনা আপাতত নেই।
• ওয়েসিস স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট:- ওয়েসিস স্কলারশিপ এর আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৩১ শে ডিসেম্বর,২০২১।
• নবান্ন স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট:- নবান্ন স্কলারশিপের আবেদনের কোনো লাস্ট ডেট নেই। বছরের যেকোনো সময়ে এই স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে।
এরকম সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।