টেক নিউজ

যে কোনো অঙ্কের ছবি তুললেই অ্যাপ বলে দেবে অঙ্কের সঠিক উত্তর

Learn%2Bmath%2Bthrough%2Bthe%2Bapp

যে কোনো অঙ্কের ছবি তুললেই অ্যাপ বলে দেবে অঙ্কের সঠিক উত্তর।

লকডাউনে অনেকেই ঘর বন্দি। তারসঙ্গে বন্ধ টিউশন সহ স্কুল-কলেজ। বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধান বের করবার জন্য টিউশন স্যারকে বার বার জ্বালাতন করতে হচ্ছে! কখনো উত্তর মিলছে কখনো মিলছে না।

কিন্তু আপনি কি জানেন? প্লে স্টোরে এমন একটি অ্যাপ রয়েছে যেটি আপনার যেকোনো অঙ্কের উত্তর এক মিনিটে বের করে দিতে পারে। অসম্ভব নয় এই যুগে সবটা সম্ভব। আপনাকে প্লে স্টোর থেকে Photomath বলে একটি অ্যাপ ইস্টল করতে হবে। অ্যাপটির মূল কাজ অঙ্ক করা। হ্যাঁ ঠিকই শুনেছেন। ধরুন আপনি কোনো অঙ্কের উত্তর কিছুতেই মেলাতে পারছেন না। তখন আপনি Photomath অ্যপটি ওপেন করে সেই প্রশ্নটির একটি ছবি তুলে নিন এভাবে।

Screenshot 20210527 221121

ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না। অ্যাপটি নিজেই অঙ্কের প্রতিটা ধাপ দেখিয়ে আপনার সামনে সেই অঙ্কের সঠিক উত্তরটি নিয়ে আসবে। বেশ মজাদার না?

অ্যাপটি ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন- download

এরকম আরো মজাদার জিনিস জানতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- WhatsApp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button