Lic 5 Years Plan – Lic-র 5 বছরের সেরা তিনটি প্লান। দেখতে না দেখতেই টাকা ডবল।
Lic 5 Years Plan – এই প্লানগুলো সম্পর্কে জানতে পড়ুন বিস্তারিত।
টাকা সঞ্চয় করে দ্বিগুণ তিনগুণ করতে কে না ভালোবাসে! এর জন্য আমরা মিউচুয়াল ফান্ড,ব্যাঙ্ক, পোস্ট সব জায়গাতেই ইনভেস্ট করতেই থাকি। কিন্তু তার সাথে আবার নিরাপত্তার জন্য অনেক জায়গা থেকে পিছিয়েও আসি। তাই আমরা অনেক সময় আমাদের বিশ্বস্ত জায়গাতে ইনভেস্ট করে রিটার্ন পেতে চাই।
যেমন স্টেট ব্যাংক,অ্যাক্সিস ব্যাঙ্ক, LIC. LIC এর সাধারণ স্কিমগুলিতে রিটার্ন পেতে অনেক সময় লেগে যায় তাই অনেকেই তাড়াতাড়ি রিটার্ন পেতে সাধারণ পলিসিগুলিতে ইনভেস্ট করেনা। কিন্তু LIC এর মিউচুয়াল ফান্ডগুলি আপনাকে নিরাপত্তার সাথে অল্প সময়ে দুগুণ টাকাও ফেরত দেবে।
ড্রাইভিং লাইসেন্স থাকলে আজই করুন এই কাজটি, নইলে ফাইন হতে পারে।
LIC MF এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড-
LIC MF এক্সচেঞ্জ ট্রেডার ফান্ডে আপনি পাঁচ বছরের (Lic 5 Years Plan) জন্য টাকা রাখলে আপনার টাকা দ্বিগুণ হবে। এখানে আপনি রিটার্ন পাবেন ১৮.১৪ শতাংশ হারে। আপনি টাকা সিপ করতে পারেন আবার একেবারেও দিতে পারেন। যদি পাঁচ বছরে এক লাখ দেন তাহলে রিটার্ন পাবেন ২ লাখ ৩০ টাকা। এখানে আপনি মাসে পাঁচ হাজার করেও দিতে পারেন। আর যদি আরো পাঁচ বছর দশ হাজার টাকা করে দেন তাহলে আপনি প্রায় দশ লাখ টাকা পাবেন।
LIC MF Exchange Traded Fund Nifty50 –
এই মিউচুয়াল ফান্ডে আপনার রিটার্ন একশো শতাংশ নিশ্চিত। এটি সেনসেক্স নিফটির অর্থ্যাৎ যেগুলিকে দেখে আমরা ভারতে মার্কেট রিচার্স করি। রিটার্ন রেট এখানে ১৭.৩৯ শতাংশ।
LIC MF Large and Mid cap Fund-
এই মিউচুয়াল ফান্ডটি একটু বাজারগত ঝুঁকি সম্পন্ন কিন্তু এখানে আপনার রিটার্ন অনেক হাই যেমন ১৯.০৫ শতাংশ রিটার্ন পাবেন এখানে। মিনিমাম সিপ পাঁচ হাজার দিয়েই শুরু করতে পারেন (Lic 5 Years Plan)।
তবে LiC মানেই আপনি চোখ বুঝে এই ক্ষেত্রে বিশ্বাস করতে কিন্তু পারবেন না। আপনার ইনভেস্টমেন্ট স্টেটাস চেক করতে থাকুন।
যা বিনিয়োগ করবেন তার 10 গুন ফেরত পাবেন, LIC এর বাম্পার পলিসি, জানলেই করতে মন চাইবে।