রাজ্য

রাজ্যের কোন কোন ব্লকে ৭ থেকে ১৬ ই মার্চ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। দেখে নিন লিস্ট।

সামনেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সেদিকে নজর রেখেই আগামী ৭ ই মার্চ থেকে ১৬ ই মার্চ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

গোটা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলার বেশ কিছু ব্লকে এই কদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা ১৫ পর্যন্ত। কোন কোন ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

মালদা:- কালিয়াচক-I, কালিয়াচক-II, কালিয়াচক-III (পিন কোড- 732201); রতুয়া- I, রতুয়া-II (পিন কোড- 732205); গাজোল (পিন কোড- 732124)

মুর্শিদাবাদ:- ডোমকল (পিন কোড- 742303); জলঙ্গি (পিন কোড- 742305, 742306); ফারাক্কা (পিন কোড- 742212, 712236); কান্দি (পিন কোড- 742137, 742138); সামসেরগঞ্জ (পিন কোড- 742202, 742224); শক্তিপুর (পিন কোড- 742163); বেলডাঙ্গা (পিন কোড- 742133); সাগরদিঘী (পিন কোড- 742226)

উত্তর দিনাজপুর:- গোয়ালপোখর -I (পিন কোড- 733210); গোয়ালপোখর- II (পিন কোড- 733201, 733208, 733209); চোপড়া (পিন কোড- 733207); ইসলামপুর (পিন কোড- 733202)

কোচবিহার:- দিনহাটা-II (পিন কোড- 736176); তুফানগঞ্জ সদর (পিন কোড- 736131; 736156, 736159, 736160, 736177); তুফানগঞ্জ -II (পিন কোড- 736131, 736134, 736159); শীতলকুচি ( পিন কোড- 736158, 736172); মেখলিগঞ্জ (পিন কোড- 735236, 735301, 735303, 735304);

জলপাইগুড়ি:- নাগরাকাটা(পিন কোড- 735202,735205,735218,735225); বানরহাট(পিন কোড- 735202); ময়নাগুড়ি(পিন কোড-735219,735224,735302,735305, 735306, 735307)

বীরভূম:- নৈহাটি-I, নৈহাটি-II (পিন কোড- 731243); ইলামবাজার (পিন কোড- 731214); খয়রাশোল (পিন কোড-731125); ময়ূরেশ্বর-II (পিন কোড- 731234)

দার্জিলিং:- বাগডোগরা (পিন কোড- 734014)

সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। সকলের পরীক্ষা ভালো হোক। এরকম তথ্য সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button