মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

Madhyamik Exam 2023 শেষ হতে না হতেই জানা গেলো রেজাল্ট ঘোষণার দিনক্ষণ, জেনে নিন কবে আসবে রেজাল্ট।

Madhyamik Exam 2023 এর ফল ঘোষণা নিয়ে বড় আপডেট।

শেষমেষ মাধ্যমিকের (Madhyamik Exam 2023) রেজাল্ট বেরোনোর দিন ঘোষণা হলো এবার। পর্ষদের তরফে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এবার জানান পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। তাই রেজাল্ট ও তাড়াতাড়ি চলে আসবে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে উচ্ছ্বাস থাকে একটা গোটা জেনারেশনের। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা নিয়ে চাপও থাকে সমানভাবে।

একবার এই মাধ্যামিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) ঠিক ভাবে পাশ করলে ভবিষ্যতের পথ সুগম হবে। এরপরই ঠিক হয় একটা ছেলে বা মেয়ে কোন পথে তার কেরিয়ার বেছে নিতে চলেছে। মাধ্যমিকের গন্ডি টপকালেই চলে আসে উচ্চমাধ্যমিক। আর সেই পরীক্ষার পরই ঠিক হয়ে যায় জীবনের পথ কোন দিকে যাবে।

SBI তে অ্যাকাউন্ট থাকলেই গচ্ছা যাবে 436 টাকা। জানুন এর থেকে বাঁচার উপায়?

পর্ষদের সভাপতি বলছেন ইংরাজি পরীক্ষার দিন যে অভিযোগ উঠেছিল প্রশ্নের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দেওয়ার সে বিষয়ে এখনো অবধি কোনো সত্যতা প্রকাশ হয়নি। পর্ষদ কোনো তদন্তকারী সংস্থাও নয় তারা এইসব বিষয় নিয়ে চিন্তিত থাকবে। মালদার বেশ কিছু জায়গায় বিভিন্ন টোকাটুকির অভিযোগকেও সভাপতি উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে পরীক্ষা হয়েছে সম্পূর্ণ নির্বিঘ্নে।

এবছর মাধ্যামিক পরীক্ষা (Madhyamik Exam 2023) নিয়ে অতিরিক্ত সতর্ক ছিল পর্ষদ । বিগত প্রায় দুবছর পর মাধ্যমিক হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুত করাও যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। নিরাপত্তার কড়া বেষ্টনীতে মোড়া ছিল হলগুলি। ইন্টারনেটের বিষয়েও অনেক সতর্ক ছিল তারা। কোভিড প্রোটোকল মেনে আগের মতোই মাধ্যমিক সম্পন্ন হয়েছিল।

তবে গণিত পরীক্ষার দিন গ্রাফ ম্যাপ না দেওয়ার অভিযোগ ওঠে পর্ষদ সভাপতি জানান তিনি জানান পরীক্ষার সাথে যারা যুক্ত তারা জানেন এই বিষয়টি। এটা তাদের গাফিলতি পর্ষদ কোনোভাবেই দায়ি নয়। কোনো বড়ো রকমের অভিযোগ আসেনি।

মে মাসের শেষেই আসতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Exam 2023)। বেশ কিছু বছর মেধাতালিকা চোখে পড়ার মতো লম্বা হয়েছে। আশা করা যায় এবারও সেটি হবে।

মাধ্যমিক শেষ হতেই রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা, জেনে নিন মাধ্যমিকের রেজাল্ট কবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button