মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

Madhyamik Exam – এবার মাধ্যমিকে সকলেই পাশ। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।

রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা বা Madhyamik Exam। জীবনের প্রথম বড়ো পরীক্ষা হওয়ায় প্রায় সমস্ত ছাত্র-ছাত্রীই একপ্রকার ভয়ের মধ্যে থাকে। যারা মাঝারি মানের স্টুডেন্ট তাদের ভয়টা খুব বেশি থাকে যে তারা মাধ্যমিক পরীক্ষায় পাশ নাম্বার তুলতে পারবে তো? আজকের এই পোস্ট সেই সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য যারা পাশ নাম্বার নিয়ে চিন্তায় রয়েছে।

এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩শে ফেব্রুয়ারী এবং শেষ হবে ৪ঠা মার্চ। পরীক্ষার মোট নাম্বার থাকবে ১০০। যেকোনো ছাত্র-ছাত্রী এই ১০০ নাম্বারের মধ্যে পাশ নাম্বার অর্থাৎ ২৫ নাম্বার অনায়াসে তুলে নিতে পারবেন। কিকরে? সেটাই নীচে আলোচনা করা হলো।

কোন ট্রাফিক আইন ভাঙলে কতো টাকা জরিমানা হয়? লিস্ট দেখে নিন।

মোট ১০০ নাম্বারের মধ্যে প্রত্যেক বিষয়ে ১০ নাম্বারের প্রোজেক্ট থাকে। যারা যারা সঠিক সময়ে প্রোজেক্ট জমা দিয়েছো তারা এই ১০ নাম্বারের পুরোটাই পেয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে ৮ অথবা ৯ দিয়ে থাকে কোনো কোনো স্কুল। কারন কোনো স্কুলই চায়না তাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা খারাপ রেজাল্ট করুন। তাই যে ১০ নাম্বার স্কুলের নিজের হাতে থাকে সেটা স্কুল সম্পূর্নই দিয়ে থাকে। পাশ করতে হলে লাগবে ২৫। এর মধ্যে থেকে ১০ নাম্বার চলে গেল পরে রইলো ১৫।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

মাধ্যমিক পরীক্ষা বা Madhyamik Exam এ পতিটি পেপারেই বেশ কিছু MCQ থাকে বা True False থাকে। সবমিলিয়ে প্রতিটা পেপারে ১৫ থেকে ২০ টার মতো এই ধরনের প্রশ্ন থাকে। যারা খুব সামান্য পড়াশোনা করেছো তারা ২০ টার মধ্যে ১০ টা উত্তর অবশ্যই পারবে আশা করা যায়! যদি ১০ টা উত্তর ঠিক হয় তবে আর ৫ নাম্বার লাগবে। বাকি সমস্ত ছোটো-বড়ো প্রশ্নের মধ্যে ৫ নাম্বার ওঠানো খুব সাধারণ ছাত্র-ছাত্রীর জন্য‌ও কঠিন কোনো ব্যাপার না।

পিএম কিষাণের নিয়মে আনা হলো দুই বড়ো পরিবর্তন। করতে হবে এই দুটি কাজ

অর্থাৎ জীবনের প্রথম বড়ো পরীক্ষা নিয়ে ভয় পাবার মতন কোনো কারণ নেই। একটু পড়াশোনা করে গেলেই এই পরীক্ষায় পাশ করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button