আজই আয়ুষ্মান মিত্র পোর্টালে আইডি বানান এবং মানুষকে CSC এর মত সার্ভিস দিয়ে প্রচুর টাকা ইনকাম করুন । Ayushman Mitra Registration 2022
আপনার যদি নিজস্ব ক্যাফে থাকে বা আপনি যদি নিজের সমস্ত কাজ যেমন আধার-ভোটার-প্যান এর কাজ নিজে ঘরে বসে করতে চান তবে এই পোষ্টটি আপনার জন্য। কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে আয়ুষ্মান মিত্র নামে একটি পোর্টালের উদ্ধোধন করেছেন। এর মাধ্যমে আপনি যে কোনো সাইবার ক্যাফের কাজ ঘরে বসে করতে পারবেন। আপনাকে সবার প্রথমে এই পোর্টালে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিকরে আইডি তৈরি করবেন সেটি সংক্ষেপে নীচে দেওয়া রইলো।
(ক) সর্বপ্রথম আপনাকে আয়ুষ্মান মিত্র পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। https://pmjay.gov.in/ayushman-mitra মেইন পেজে আসলে আপনি Click Here to Register বলে একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন, এবং এরপরের পেজে Ayushman Mitra Registration অপশন এ ক্লিক করুন।
(খ) এরপরের পেজে আপনার মোবাইল নাম্বার এবং আপনার আধার নাম্বার চাওয়া হবে সেই দুটি সঠিক ভাবে বসিয়ে Submit এ ক্লিক করুন। এরপরের পেজে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটিকে সঠিক স্থানে বসিয়ে Validate এ ক্লিক করতে হবে।
(গ) এরপর আপনার সামনে মূল ফর্মটি ওপেন হবে আপনাকে সঠিক ভাবে ফর্মটি পূরন করতে হবে এবং সবশেষে Self Register এ ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার আইডি দিয়ে দেওয়া হবে যেটির মাধ্যমে আপনি আয়ুষ্মান মিত্র পোর্টালে লগ ইন করতে পারবেন।
এবং CSC এর মত বিভিন্ন মানুষকে সার্ভিস দিতে পারবেন। আশা করি আজকের পোষ্টটি আপনার ভালোলেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে।
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link