BSK Center ID Apply: বাংলা সহায়ক কেন্দ্রের আইডি বানিয়ে বাড়িতে বসে করুন সকল প্রকল্পের কাজ
আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্রের (BSK) অধীনে থাকা নানান সরকারি প্রকল্প সংক্রান্ত কাজ করতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার অনেক কাজে লাগবে। সম্পূর্ণ অনলাইনে এই পদ্ধতির মাধ্যমে নানান রাজ্য সরকারি প্রকল্পে আবেদন সহ আরও বহু আপনি কাজ করতে পারবেন। কীভাবে BSK তে আবেদন করবেন তা নিয়ে নীচে আলোচনা করা হলো
• কীভাবে BSK তে রেজিস্ট্রেশন করবেন (BSK Center ID Apply)?
(১) প্রথমে BSK এর অফিসিয়াল ওয়েবসাইট bsk.wb.gov.in এ গিয়ে CITIZEN LOGIN অপশনে ক্লিক করুন।
(২) এবার New User? Register Here এ ক্লিক করবেন এবং Location access এর জন্য পপ আপ আসলে Yes সিলেক্ট করবেন।
(৩) এরপরে নিজের ফোন নম্বর লিখে Get OTP তে ক্লিক করবেন এবং ওটিপিটি লিখে Validate OTP অপশনে ক্লিক করবেন।
(৪) এবারে একে একে
° Alternative Mobile Number (অন্য আরও মোবাইল নম্বর থাকলে সেটি লিখবেন)
° Document Type ( আধার কার্ড /ভোটার কার্ড /প্যান কার্ড যেকোনো একটি সিলেক্ট করবেন)
° Document Number ( সিলেক্ট করা ডকুমেন্টটির নম্বর )
ইমেল, নিজের ও বাবার নাম, জেলা, ব্লক /পৌরসভা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, বয়স, জন্ম তারিখ ইত্যাদি পূরণ করতে হবে।
(৫) তারপরে Password to login into BSK অপশনে নিজের নতুন পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে পুনরায় পরের বক্সে আবার লিখবেন।
(৬) সবশেষে Sumbit এ ক্লিক করবেন।
(৭) এরপরে NAME OF THE SERVICE YOU ARE LOOKING FOR লেখাটির নীচে সার্চ বারে যেকোনো রাজ্য সরকারের প্রকল্প লিখে সার্চ করতে পারেন। তাহলে আপনাকে সেই প্রকল্পের নাম দেখাবে এবং সেই লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি উক্ত রাজ্য সরকারি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি সেই প্রকল্পে আবেদন ও আরও নানান অনলাইন পরিষেবামূলক কাজ করতে পারেন।
এইভাবে বাংলা সহায়তা কেন্দ্র BSK তে রেজিস্টার করে আপনি নিজের জন্য এবং আরও অন্যান্য মানুষদের জন্য বহু সরকারি প্রকল্প বিষয়ক পরিষেবা দিতে পারেন। সাইবার ক্যাফের ব্যবসা থাকলে সহজেই উপরোক্ত পদ্ধতিতে BSK তে রেজিস্ট্রেশন করে আপনি বহু কাজ করতে পারবেন।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।