অন্যান্য

Marrage Tips – সামান্য কথাতেই স্ত্রীর মুখ ভার! রাগ কমাবেন কীভাবে? জানুন স্ত্রীকে পটানোর সহজ কিছু টিপস।

Marrage Tips For Husband Wife.

Marrage Tips – মানুষের সবথেকে বড়ো বৈশিষ্ট্য সে সামাজিক জীব। একের ব্যাবহার অন্যের কাছে বেশ বড়ো প্রভাব ফেলে একে অপরের জীবনে। আর এখানে অবশ্যই বন্ধুত্বপূর্ণ চরিত্র সবথেকে বেশি ভালোবাসা পায়। যারা নিজেদের ইগো অহংকারকে দূরে সরিয়ে রাখে মানুষের সাথে মানিয়ে নেয় তাদেরও শুভাকাঙ্কির অভাব নেই। কিন্তু পাঁচটা আঙুল সমান নয় যেমন পৃথিবীতে প্রতিটি মানুষ সমান নয়। এই ইগো আবার মেয়েদের মধ্যে একটু বেশি। এই ইগো থাকা মেয়েরা যাদেরা লাইফ পার্টনার তাদের জীবনে যে ঝামেলা লেগেই থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে তাই তাদের প্রতি কিছু বিশেষ পথ নিয়ে দেখতে পারেন।

আপনি প্রথমেই লক্ষ্য করবেন তাদের ব্যাক্তিগত বিষয়ে কিছু বললে তারা আপনাকে ভালোভাবে নেবেনা উল্টে অযক্তৌক ভাবে ঝগড়া করতে আসবে সব বিষয়ে। কিন্তু এই পরিস্থিতিতে আপনি মোটেই রেগে যাবেননা। তাদের সাথে শান্তভাবে বসে সমস্যাটাকে নিয়ে আলোচনা করে সমাধান বের করে আনুন।

এসে গেল এয়ারটেলের ফ্রী 5G অফার, এবার থেকে 5G পরিষেবা পাবেন একদম বিনামূল্যে।

যাদের জীবনে ইগো থাকা মেয়েরা আসে তাদের জীবনে সুখের থেকে অশান্তি বেড়েই চলে (Marrage Tips)। কিন্তু এবার আপনি যদি তাদের ইগোকে ভয় করে চলেন তাহলে ভাববেন না যে তাদের এইটা কমে যাবে। মেয়েদের ইগো কখনোই কমেনা। তাই সবসময় তাদের ইগোকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। যত পাত্তা দেবেন তত তারা সুবিধা নিয়ে কোনো সময় কিছুই বুঝতে চাইবেনা। শুধু ঝগড়া করেই যাবে।

marrage pic

তবে দেখুন সব ঝগড়ার আবার অকারণে করে বলেন উড়িয়ে দেবেননা। আপনারও কোনো দোষ থাকতে পারে। তাই তার দোষ ত্রুটিগুলো যেমন দেখছেন নিজের চরিত্রেও কিছু দোষ থাকতে পারে সেটাও ভেবে দেখুন। নাহলে সমস্যা বাড়বে কমার জায়গায়।

সব ধরনের ঝগড়া কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায় আর তা যদি না হয় তাহলে সাইকোলজিস্ট অথবা সম্পর্ক বিশেষজ্ঞদের সাথে কথা বলতে হবে তারা কোনো না কোনো সমাধান আপনাকে দেবে। কিছু কাউন্সিলিং করান নিশ্চিত উপকার পাবেন।

সবলা প্রকল্প, সরকারের নতুন উদ্দ্যোগ, কি কি সুবিধা পাবেন, কিভাবে নাম লেখাবেন, জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button