স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন স্ট্যাটাসের কি মানে । Meaning of various status of Swami Vivekananda scholarship

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২১-২০২২ এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে বোঝা যাবে যে স্কলারশিপের বর্তমান স্ট্যাটাস কি। একেক জনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একেক রকম দেখাচ্ছে। কোন স্ট্যাটাসের কি মানে তা জেনে নেওয়া যাক।

• যদি এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ে কোনো ভুল ত্রুটি না হয় এবং অ্যাপ্লিকেশনের হার্ডকপি ও প্রয়োজনীয় ডকুমেন্টস স্কুল বা কলেজে সাবমিট করা হয় তবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে Application Submitted

• যখন অ্যাপ্লিকেশনটি স্কুল বা কলেজ থেকে ভেরিফাই হয়ে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা মেইন অফিসে ফরওয়ার্ড হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে এবং দেখাবে Application Forwarded by HOI

• কারও কারও ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারে Application Under Process সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে কিছুদিন সময় লাগবে।

• যদি অ্যাপ্লিকেশনটি মেইন অফিস থেকে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে Application Approved। এক্ষেত্রে বুঝে নিতে হবে আবেদনকারী পুরাপুরি টাকা পাওয়ার যোগ্য।

Application Approved (Scholarship Amount not Disbursed yet) এই রকম স্ট্যাটাস থাকলে বুঝতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলেও টাকা পাঠানোর সময় হয়নি।

• যখনই টাকা পাঠানোর সময় হয়ে যাবে তখনই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়ে লেখা থাকবে Application Sanctioned (Scholarship Amount Disbursed)

যখনই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তখনই মোবাইলে একটি মেসেজ আসবে।

এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button