ব্যাঙ্ক ও পোস্ট অফিস

Money Savings Tips – অল্প সময়ের মধ্যে টাকা জমিয়ে কোটিপতি হতে চান? জানুন সহজ পদ্ধতি।

Money Savings Tips – আপনার সঞ্চয় থেকে অল্প সময়ে কোটিপতি হবেন কীভাবে?

আয়ের সাথে সঞ্চয় ওতোপ্রতোভাবে জড়িত (Money Savings Tips)। আমাদের প্রত্যেকের একটা বয়সের পর আয় করা যেমন বাধ্যতামূলক। আর এই আয়ের একটা অংশ আমরা সঞ্চয় করি ভবিষ্যতের কথা ভেবে। জীবনের প্রত্যেকটা সময় আমরা সঠিকভাবে কাজ করতে পারিনা।

আবার কোনো কোনো সময় কিছু এমার্জেন্সির সময়ও অনেকটা টাকার দরকার পড়ে সেই সময়ে আমাদের সঞ্চয় দরকার পড়ে (Money Savings Tips)। এটা তো স্বাভাবিক জীবনের একটা সামান্য গল্প। কিন্তু আমাদের মধ্যে অনেকের বিশেষ করে আমাদের যুবসমাজের অনেকে রিস্কে ইনভেস্ট করে সঞ্চয়কে ১০ -১২ শতাংশ হারে রিটার্ন পেতে চায়।

এই 2 ব্যাঙ্কের নামে RBI এর ফতোয়া জারি, গ্রাহকরা হারাতে পারেন টাকা।

অর্থ্যাৎ আপনার সঞ্চয় কোটিপতি করে তুলতে পারে। আপনাকে এর জন্য হাই রিস্ক নিয়ে কিছু SIP করতে হবে শুধু। সাধারণভাবে ভারতীয়দের পছন্দ ফিক্সড ডিপোজিট কিন্তু সেখানে রিটার্ন এমন কিছু বেশি নয়। তাই আপনার সঞ্চয়ের টাকা সেখানে বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

আপনাকে হাই রিটার্নের জন্য একটু বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে শুধু এর জন্য ভাববেন না আপনাকে অনেক বড়ো অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে (Money Savings Tips)। মাসে কোনো হাই রিটার্ন কোম্পানিতে ২৫০০০টাকা শিপ করলেই হবে। আর সেই টাকা আপনি প্রতি বছর সাধ্যমতো ৫-১০ শতাংশ বাড়াতে থাকুন। তাহলে আপনার ১০-১২ শতাংশ টাকা নিশ্চিত।

রিস্ক অনুযায়ী কোম্পানিগুলোর ভাগ আছে যেমন লো ক্যাপ, মিড ক্যাপ ইত্যাদি। আপনি যতদিন বেশি রাখবেন তত রিটার্ন বাড়ার সম্ভাবনা বাড়তে থাকে (Money Savings Tips)। আপনি যদি আবার অনেক বড়ো প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার রিটার্ন কিন্তু খুব বেশি বাড়বেনা।

একটু সময় নিয়ে ঠিকভাবে মার্কেট রিচার্স করে টাকা ইনভেস্ট করলে আপনার কোটিপতি হতে বেশি সময় লাগবেনা। কিন্তু একটা কথা মনে রাখবেন এই SIP এর টাকা আপনার অ্যাকাউন্ট থেকে যেমাসের যে তারিখে বিনিয়োগ করবেন সেই তারিখে কেটে যাবে তাই অ্যাকাউন্টে যথেষ্ট টাকা রাখবেন। এখন হাই রিটার্নের আরো অনেক পথ এসেছে। কিন্তু যেখানেই ইনভেস্ট করুন না আপনি রিস্কের ব্যাপার ভেবেই করবেন।

রাজ্য সরকারের সাহায্য নিয়ে শুরু করুন এই ব্যবসা, রোজগার ও সম্মান দুটোই পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button