সরকারি প্রকল্প

রেশনের মালের বড় পরিবর্তন, এবার থেকে শুধুমাত্র চাল, গম নয় মিলবে আরও দরকারি জিনিস, কারা কারা পাবেন?

রেশনে কি কি মিলবে জানুন।

রেশনে মিলবে সব ধরনের জীবনযাত্রার জিনিস এবার থেকে। এতদিন সাধারণ মানুষ জানতো রেশনে গেলে সস্তায় খাদ্যশস্য পাওয়া যায়। তার কিছুটা ভর্তুকি কেন্দ্র এবং পড়ে থাকা ভর্তুকি রাজ্য দিত। আর্থিক ক্রয় ক্ষমতা অনুযায়ী সরকার বিভিন্ন ধরনের Ration Card দেয়। এই কার্ডের উপর নির্ভর করেই বিভিন্ন ব্যাক্তি বিভিন্ন রকম খাদ্যশস্য বিভিন্ন দামে পায়। এবার রাজ্য সরকারের ঘোষণা রেশনে শুধুমাত্র খাদ্যশস্য না আরো নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। এই জিনিসগুলির সাপ্লাই দেবে স্বনির্ভর সংস্থাগুলি।

আমাদের রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকার থেকে ছোটো ছোটো লোন নিয়ে কোঅপারেটিভ সংস্থাগুলি মেয়েদের নিয়ে বিভিন্ন দল তৈরি করেছে। সেখানে বিভিন্ন হস্তশিল্পের জিনিস তৈরি করে তাদের শিল্পী সত্ত্বা কে কাজে লাগিয়ে। আবার কিছু ব্যাবসায়িক ছোটো জিনিস যেগুলির ব্যাবসায়িক গুরুত্ব আছে সেগুলিও ট্রেনিং দিয়ে তৈরি করানো হয় তাদের দিয়ে।

রেশন কার্ড থাকলে মাথাপিছু 1000 টাকা করে দেবে সরকার, কীভাবে পাবেন?

এই জিনিস গুলির গুণগত মান নির্ধারণ করবে বিশেষ নির্বাচিত কমিটি (ডিএলএসসি)। এই কমিটিই একটি তালিকা ঠিক করবে যেখান থেকে Ration ডিলাররা তাদের এলাকার চাহিদা বুঝে জিনিসপত্র রাখবে। এই সুযোগ একমাত্র রেজিস্ট্রেশন করা কোম্পানিগুলোই পাবে। তাদের আবেদনের ৪৫ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রত্যক ছমাস অন্তর উৎপাদিত জিনিসগুলির কোয়ালিটি রিভিউ করা হবে।

তবে সাধারণ মানুষের এতে অনেক সুবিধাই হবে ধরা চলে এক ছাদের নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবে। অনেককেই গ্রাম থেকে দূরে যেতে হয় সেই সমস্যার সমাধান হতে চলেছে। জিনিসের কোয়ালিটির জন্য কাস্টোমারদের থেকে রিভিউ নেওয়া হবে। তবেই জিনিস দেওয়া হবে। তাই আশা করাই যায় কোয়ালিটির সাথে আপোস তারা করবেনা।

নায্যমূল্যে দ্রুত সাধারণ জিনিসগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। এতে স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়বে তাতে তাদের মজুরদের পয়সা বেশি করে দেবে। আর্থিক ভিত মহিলাদের অনেক শক্তিশালি হবে। জোগান থাকলে সরকার জিনিসের পরিমাণ বাড়াতেই থাকবে।

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় LIC Policy, গ্রাহকদের মাথায় হাত, এমন সুযোগ আর আসবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button