Nabanna Scholarship 2021 :- Nabanna Scholarship 2021 apply
ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো স্কলারশিপ। আর কিছুদিনের মধ্যেই সকল ছাত্র-ছাত্রী তাদের রেজাল্ট হাতে পেতে চলেছেন। এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ স্কলারশিপে আবেদন করা। কারন এই স্কলারশিপের ওপর অনেকের পড়াশোনা নির্ভর করে, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে।
আজ আমরা যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো সেটি হলো নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয়? কি কি যোগ্যতা লাগে? কত টাকা পাওয়া যায়? সমস্ত কিছু নিয়ে এই পোষ্টে আলোচনা করা হবে।
Swami Vivekananda Scholarship 2021 :- Swami Vivekananda Scholarship 2021 apply
○ এই স্কলারশিপে আবেদন করতে কত % নাম্বার লাগে?
মাধ্যমিকের জন্য ৬৫% নাম্বার
উচ্চমাধ্যমিকের জন্য ৬০% নাম্বার
ইউজিদের জন্য ৫৫% নাম্বার,
পিজিদের জন্য ৫৫% নাম্বার থাকলেই এই স্কলারশিপে আবেদন করা যায়।
○কারা কারা আবেদন করতে পারবেন?
উচ্চমাধ্যমিক থেকে শুরু করে পিজি, সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
○কখন আবেদন করা যায়?
বছরের জুলাই মাস থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। এটির লাস্ট ডেট থাকে ডিসেম্বর পর্যন্ত।
○পরিবারের আয়ঃ-
এই স্কলারশিপে আবেদন করতে হলে আপনার বাৎসরিক আয় ৬০ হাজার টাকার কম হতে হবে।
○যে সমস্ত ডকোমেন্স প্রয়োজনঃ-
ক) এপ্লিকেশন ফর্ম
খ) MLA Recommendation Copy
গ) Self Declaration Copy
ঘ) পরীক্ষার রেজাল্ট
ঙ) ভর্তির রসিদ
চ) ইনকাম সার্টিফিকেট
ছ) এন্ট্রান্স পরীক্ষার রেঙ্ক কার্ড
○ফর্ম ফিলাপ ও জমা দেওয়াঃ-
অনলাইন কিংবা অফলাইনে এই ফর্মটি জমা দেওয়া হয়৷ নির্দিষ্ট বিঞ্জপ্তির ওপর এটি ভ্যারি করে। যেমন প্রথম বছর এটি অফলাইনে জমা দিতে হয়েছে। যারা দক্ষিনবঙ্গে থাকেন তাদের নবান্ন অফিস। আর যারা উত্তরবঙ্গে থাকেন তাদের উত্তরকন্যা অফিস। গত বছর করোনার কারনে এটিকে অনলাইনে জমা নেওয়া হয়।
○গুরুত্বপূর্ণ কথাঃ- যারা অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাও তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। উদাহরন স্বরূপ, আপনি যদি এই স্কলারশিপে আবেদন করেন তবে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আর যদি করেন তবে আপনি কোনোটারই টাকা পাবেন না।
nabanna scholarship helpline number:- (033)2214 1902 or (033) 2253 5278
অফিসিয়াল সাইটঃ- http://wbcmo.gov.in/
• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব