Business Idea – নতুন প্রজন্মের সবচেয়ে সফল ব্যবসা, মাত্র 5000 টাকা বিনিয়োগে মাসিক 40000 টাকা ইনকাম।
Business Idea – এই ব্যবসা একবার দাড়িয়ে গেলে পুরো লাইফ সেট।
বাড়ি বসেই ব্যাবসা (Business Idea) করে প্রথমদিন থেকে উপার্জন করতে পারেন। পড়াশোনা শেষে সবাইকে যে চাকরি করতেই হবে তার বাধ্যবাধকতা নেই। নিজের মতো কিছু ব্যাবসাও শুরু করতে পারেন। সেখানে বরং উপার্জন বেশি এবং অনেক স্বাধীনতা বেশি। এই জেনারেশনের অনেকেই ব্যাবসার দিকে ঝুঁকছে। কর্পোরেটের চাকায় পিষে মরতে চাইছেনা।
হোম ডেলিভারির ব্যাবসা (Business Idea) –
আপানারা নিজের বাড়ির যেকোনো বড়ো একটা জায়গা বেছে নিন। ৩-৪ জন মিলে একটি গ্রুপ তৈরি করুন। সেখানে রান্না করা ,বাজার, ডিস্ট্রিবিউশন সবটা ভাগ করে নিন। আপনার বাড়ির কাছে যেখানে হোলসেল মার্কেট আছে সেখান থেকে বাজার করুন।
যেকোনো জিনিস অনেক কম দামে পেয়ে যাবেন। বাড়ির মহিলারা বাইরে সমানভাবে কাজ করতে যাচ্ছে তাই বাড়িতে প্রতিদিন রান্না করতে পারেনা। সবাই একটু স্বাস্থ্যকর খাবারের আশায় থাকে বাড়ি ফিরে কিন্তু বাধ্য হয়েই রেস্টুরেন্টের খাবার খেতে হয়। এবার আপনি যদি স্বাস্থ্যকর সুস্বাদু খাবার বানাতে পারেন আপনার খাবার যে কেউ কিনবে।
আপনি সন্ধ্যায় রান্না করে লোকের বাড়ি বাড়ি দিতে যান ফ্রীতে। আপনার ব্যাবসা বেড়ে গেলে আপনি যেকোনো অনলাইন অ্যাপে দোকানের নাম যুক্ত করে দিন লোকে কিনবে নিজেদের মতো করে। প্রথম দিন থেকেই আপনি টাকা পেতে শুরু করবেন।
আপনি বাড়ি বসে আর একটা ব্যাবসা করতে (Business Idea) পারেন সেটা হলো আর্ট এন্ড ক্র্যাফটের ব্যাবসা। আপনি কাগজের তৈরি, মাটির তৈরি যে জিনিস বাড়িতে বসে তৈরি করেন সেইগুলি আপনি বিভিন্ন সেমিনারে গিয়ে বিক্রি করতে পারেন আবার অনলাইনেও ফটো তুলে ওয়েবসাইটে পাঠিয়ে বা লাইভ করে বিক্রি করতে পারেন। এতে আপনার খরচ অনেকটাই কম কিন্তু কাজের কোয়ালিটি অনুযায়ী যেকোনো দামে বিক্রি করতে পারেন।
রাজ্য সরকারের সাহায্য নিয়ে শুরু করুন এই ব্যবসা, রোজগার ও সম্মান দুটোই পাবেন।