রাজ্য

New Education Policy – এবার থেকে স্নাতক কোর্স হবে 4 বছরের, শিক্ষানীতিতে হতে চলেছে আমুল পরিবর্তন।

New Education Policy – শিক্ষাবিদ ও ছাত্র ছাত্রীরা এই বিষয়ে কি ভাবছেন?

নতুন শিক্ষা ব্যাবস্থা (New Education Policy) কার্যকর হতে চলেছে এই শিক্ষাবর্ষ থেকেই। আর কিছু দিন পরই কলেজে ভর্তির সময় আসছে। নতুন শিক্ষানীতি যখন প্রথমে দেশে আসে সেই নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। বিভিন্ন শিক্ষাবিদ এর ভালো খারাপ উভয় দিকই তুলে ধরে। স্কুল লেভেল থেকেই বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে বলেই জানা গেছে। তবে কেন্দ্রের দাবি এতে বিশ্বে ভারতের মান বাড়বে।

কলেজগুলির কাছে ইতিমধ্যে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর -ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট নোটিশ পাঠিয়েছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের কোর্সগুলি চারবছরের হতে চলেছে। এই শিক্ষাবর্ষ থেকে (New Education Policy) হাতে কলমে পঠন-পাঠনের উপর জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র থিওরি মুখস্থ করার সাথে সাথে সরকার চাইছে সকল শিক্ষার্থী সেই কাজগুলি করে বেশি পরিমাণে করে অভিজ্ঞতা অর্জন করুক।

সেভিংস নাকি কারেন্ট কোন অ্যাকাউন্টে বেশি লাভ, ব্যাঙ্কে টাকা রাখার আগে জেনে নিন।

নিউ এডুকেশন পলিসিতে (New Education Policy) একটি কোর্সের সাথে আর একটি অন্য ধরনের কোর্সও সামঞ্জস্য রেখে পড়া যাবে। ধরুন কেউ ডাক্তারি পড়ে তার সাথে সে সঙ্গীত নিয়েও পড়তে পারে। স্নাতকস্তরের কোর্সে পড়ার সময় চার বছরের পর শিক্ষার্থীরা সরাসরি PHD প্রোগ্রামেও জয়েন করতে পারে তবে তার সিজিপিএ থাকতে হবে ৭.৫ শতাংশ। মোদীর এই নীতি শেষমেশ মানতে বাধ্য হলো রাজ্য।

গত শিক্ষাবর্ষ থেকেই কিছু পরিবর্তন এনেছিল রাজ্য যেমন অনলাইনে কলেজের ভর্তির ফর্ম ফিল আপে কলেজ ভিত্তিক পরিবর্তন এলেও কিন্তু সম্পূর্ণ কোনো নিয়ম আনেনি। প্রায় তিরিশ বছর পর দেশের শিক্ষাব্যাবস্থায় এত বড়ো পরিবর্তন আসছে।

১০+২ এর পরিবর্তে ৫+৩+৩+৪ পদ্ধতি আনছে। এই শিক্ষাব্যাবস্থায় ২০৩৫ সালের মধ্যে GEP প্রায় ৩৫ শতাংশ বাড়বে বলে অনেকে আশাবাদী। সর্বোসমতো ভাবে ছাত্রদের ভাবনা চিন্তায় শান দিতে ছোটো বয়স থেকেই আসছে নিউ এডুকেশন পলিসি।

জিও এর নতুন রিচার্জ প্লানের তালিকা প্রকাশ, সস্তা ও দামী সমস্ত প্লানের লিস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button