অন্যান্য

Film Studies Course in Raiganj University: সুখবর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ফিল্ম স্টাডিস কোর্স

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এবছর থেকে নতুন ফিল্ম স্টাডিস কোর্স চালু হচ্ছে (Film Studies Course in Raiganj University)। উত্তরবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই কোর্স চালুর কৃত্বিত্বের অধিকারী এই বিশ্ববিদ্যালয়। ফলে স্বভাততই খুশির হাওয়া গোটা শহর জুড়ে।

নতুন এই কোর্স চালুর বিষয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্টার দুর্লভ সরকার বলেছেন যে, এই ফিল্ম স্টাডিস এর কোর্স চালুর জন্য প্রচুর অনুরোধ ছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় ও অন্যান্য অধ্যাপকদের সহযোগিতায় আমরা এই কোর্স চালু করতে চলেছি। ইতিমধ্যেই ফিল্ম স্টাডিস কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। কীভাবে এই কোর্সে আবেদন করবেন, কত টাকা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।

• কোর্সের নাম:- সার্টিফিকেট কোর্স ইন ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন (C.C.F.S.A)

• সময়কাল:- মোট ছয় মাসের মধ্যে এই কোর্স সম্পন্ন করা হবে।

• মোট আসন:- ৫০

আবেদন করুন গৌরব ফাউন্ডেশন স্কলারশিপে এবং পেয়ে যান বছরে ২ লক্ষ টাকা অবধি

• কারা আবেদন করতে পারবেন?
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ডিগ্রী থাকলেই এই কোর্সে আবেদন করা যাবে।

• কোর্স ফি:- ২০,০০০ টাকা। (উল্লেখ্য, ভর্তির সময় ৮,০০০ টাকা এবং আবেদনপত্রের জন্য ৫০০ টাকা দিতে হবে।)

• কবে থেকে আবেদন করতে পারবেন :- C.C.F.S.A কোর্সে আবেদনের প্রক্রিয়া ২৭ শে জুন,২০২২ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হলো ১৭ ই জুলাই, ২০২২

• আবেদনের লিংক:- Link

• হেল্পলাইন নম্বর:- 8584824065 / 06292218758

• RGU এর অফিসিয়াল ওয়েবসাইট:– Link

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button