রাজ্য

Holiday: সরকারি ছুটির তালিকায় নতুন ছুটি যোগ করা হলো, কবে পেতে চলেছেন এই ছুটি, জেনে নিন

দুর্গাপূজা শেষ হলেও পশ্চিমবঙ্গে দুর্গাপূজার রেশ এখনও কাটেনি। অন্যদিকে আবার বাংলাজুড়ে কালীপূজা এবং দীপাবলীর আনন্দে মাতোয়ারা সমস্ত বাঙালিরা। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকায় আরও একটি অতিরিক্ত ছুটি যোগ করা হলো। তবে রাজ্য সরকারের অধীনে থাকা অনেক কর্মীই এখনও পর্যন্ত জানেন না যে কি কারণে এই ছুটি দেওয়া হবে কিংবা কোনদিন এই ছুটি দেওয়া হবে। আর তাই আজ আমরা সকলের সুবিধার্থে এই ছুটি সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি (Holiday)।

চলুন তবে জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মীদের ঠিক কি কারণে ছুটি দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে, অক্টোবর মাসের জন্য অর্থ মন্ত্রকের পক্ষ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিলো তাতে খানিকটা বদল আনা হয়েছে। এই পুজোর মৌসুমে দীর্ঘমেয়াদি ছুটির পরেও সরকারি কর্মীদের ছুটির তালিকায় আরও একটি ছুটি যোগ করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে।

অর্থ মন্ত্রকে নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জানানো হয়েছে যে, চলতি মাসের ২৭ তারিখে অর্থাৎ আগত ২৭শে অক্টোবর ভাইফোঁটা উপলক্ষে ছুটি পেতে চলেছেন তারা। এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, NI অ্যাক্টের অধীনে এই ছুটি দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের।

যেহেতু রাজ্যের ছাত্রছাত্রীদের ইতিপূর্বেই ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছে, তাই এই নির্দেশিকায় আলাদা করে ছাত্র-ছাত্রীদের কথা উল্লেখ করা হয়নি; কেবলমাত্র রাজ্য সরকারি কর্মীদের কথাই উল্লেখ করা হয়েছে। রাজ্যজুড়ে উৎসবের আবহে লম্বা ছুটির পরেও রাজ্য সরকারের অধীনস্থ কর্মীদের ছুটির তালিকায় এই অতিরিক্ত ছুটির যোগ হওয়ায় যারপরনাই খুশি সরকারি কর্মচারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button