রাজ্য

রেশন তোলার নিয়ম বদল। আর নয় আঙুলের ছাপ, চালু হল নতুন নিয়ম।

রেশন তোলার ক্ষেত্রে এই নতুন নিয়ম কবে থেকে চালু হবে, জানতে হলে পড়ুন বিস্তারিত।

রাজ্যের রেশন ব্যাবস্থাকে সুরক্ষা দিতে চালু হয়েছে বায়োমেট্রিক ব্যাবস্থা। গোটা দেশবাসীর কাছে Ration ব্যাবস্থা তাঁদের অন্নের একটি বড়ো সংস্থান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য Ration ব্যাবস্থা চালু হয়েছিল। অতিমারির সময় থেকে সবার জন্য Ration চালু হয়।

আবার বর্তমান সময়ে দাঁড়িয়ে মাথাপিছু Ration এর পরিমাণ কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এবার বায়োমেট্রিক দেওয়ার জায়গায় চালু হতে চলেছে রেটিনা দিয়ে মাল নেওয়ার পদ্ধতি। বায়োমেট্রিক নেওয়াতে বিভিন্ন ডিলার অসুবিধায় পড়েছিল। তাদের অনেকেই আঙুলের ছাপের বিভিন্ন পরিবর্তনের জন্য সমস্যায় ভুগছিল।

এ মাসে আবারও বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশ, কবে গেলে পাবেন? দেখে নিন।

গ্রাম ও শহর মিলিয়ে যে সকল বিধিনিষেধ প্রাপ্ত Ration দোকানগুলি আছে তাদের মধ্যে পাঁচটিকে বেছে নেওয়া হবে প্রাথমিকভাবে। প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা চলবে সেখানে। প্রায় ২১ হাজার দোকানে এই ব্যাবস্থা কার্যকর হতে পারে বলে জানিয়েছে।

যে বেসরকারি সংস্থা এই মেশিনগুলি বসাতে চলেছে তাদের খাদ্যশস্যের উপর নির্ধারিত কমিশন দেওয়া হবে। তবে এই ব্যাবস্থা অবশ্যই কিছুটা সময়সাপেক্ষ হতে চলেছে। Ration ডিলারদের নিজেদের এই অত্যাধুনিক ব্যাবস্থা শিখতে হবে। তারপর প্রত্যেক কাস্টোমারদের এই ব্যাবস্থার সাথে যুক্ত করতে হবে সময় নিয়ে।

রেশন ডিলাররা আশাবাদী যে তারা প্রত্যেক কাস্টোমারকে সমানভাবে মাল বণ্টন করতে পারে। অর্থ্যাৎ এই রেটিনা স্ক্যানারের মাধ্যমে আধার নাম্বার শনাক্তকরণই আসল লক্ষ্য সরকারের। এক দেশ এক Ration কার্ড হলেও Ration নিয়ে দুর্নীতির পরিমাণ কমেনি। কেন্দ্রের সরকার Ration এর অনেক খাদ্যশস্যের উপরেই ভর্তুকি তুলে নিয়েছে।

কিন্তু রাজ্য চাইছেনা একেবারে রেশনের খাদ্যশস্যের পরিমাণ কমিয়ে দিতে তাই তারা ধাপে ধাপে কমাচ্ছে। এই পদ্ধতি পর্যবেক্ষনের জন্য পশ্চিমবঙ্গকেই প্রথম রাজ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। রেশন কার্ডকে এই আধুনিকীকরণ করার মধ্যেই কেন্দ্রের সরকার জানিয়েছিল Ration কার্ডকে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচনা করা হতে পারে।

পশ্চিমবঙ্গে বদলে গেল রেশন তোলার নিয়ম, হাতের ছাপ লাগবে না, দোকানে যাওয়ার আগে জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button