পিএম কিষাণের ১২ নম্বর ইনস্টলমেন্টের টাকা নিয়ে নতুন নিয়ম প্রকাশ করা হলো, কারা টাকা পাবেন জেনে নিন এখনই।
সমগ্র দেশজুড়ে যখন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কিষাণের নিয়মে বড়ো পরিবর্তন আনা হলো। ১২ নম্বর কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কারা টাকা পাওয়ার যোগ্য তা প্রথম থেকেই যথেষ্ট কড়া নিয়ম মধ্যে বেঁধে দেওয়া হয়েছিলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে এবারে টাকা পাওয়ার ক্ষেত্রে খানিকটা হলেও ছাড় মিললো এই নতুন নিয়মের কারণে। আর তাই আজ আমরা সকলের সুবিধার্থে এই পোস্টে পিএম কিষাণের এই সমস্ত নতুন নিয়ম নিয়ে আলোচনা করতে চলেছি।
চলুন তবে জেনে নেওয়া যাক পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে নিয়মে কি কি পরিবর্তন আনা হয়েছে ?
১. বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই অক্টোবর মাসেই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। তবে ইতিপূর্বে জানা গিয়েছিলো, যেসকল কৃষকদের পেমেন্ট মোড এখনও পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ পেমেন্ট মোড অ্যাকাউন্ট থেকে পরিবর্তিত হয়ে আধার হয়নি তারা এই ১২ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন না।
কিন্তু পিএম কিষাণের এই নতুন নিয়ম অনুসারে জানা গিয়েছে, যেসকল কৃষকদের পেমেন্ট মোড এখনও পর্যন্ত আধার হয়নি অর্থাৎ পেমেন্ট মোড এখনও পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে তারাও ১২ তম কিস্তির টাকা পাবেন। যদিও ইতিপূর্বে অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা ট্রান্সফার করা হতো কিন্তু নানা প্রকার কারচুপি রুখতে কেন্দ্রীয় সরকাররের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে, পেমেন্ট মোড আধার না হলে কোনভাবেই নতুন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের প্রদান করা হবে না।
কিন্তু বর্তমানে নিয়মে বদল এনে জানানো হয়েছে যে, যেসকল কৃষকদের পেমেন্ট মোড এখনও পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে তারাও এই ১২ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন। আর বর্তমানে এই সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস waiting for approval by state হয়ে রয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই কৃষকরা পিএম কিষাণের টাকা পেতে চলেছে। তবে পরবর্তী ক্ষেত্রে এই একই নিয়ম লাগু হবে কিনা তা নিয়ে যথেষ্ট ধন্ধ রয়েছে।
২. এর পাশাপাশি পিএম কিষাণের নিয়মে আরও জানানো হয়েছিল যে, যেসকল কৃষকদের ব্যাংক স্ট্যাটাস বা PFMS স্ট্যাটাস বর্তমানে under revalidation রয়েছে অর্থাৎ accept হয়নি তারা ১২ তম কিস্তির টাকা পাবেন না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ব্যাংক স্ট্যাটাস under revalidation থাকলেও তাদের পেমেন্ট স্ট্যাটাস waiting for approval by state হয়ে রয়েছে। আবার অনেকের ক্ষেত্রেই ব্যাংক স্ট্যাটাস under revalidation থাকলেও পেমেন্ট স্ট্যাটাস এরূপ হয়নি।
যার জেরে পিএম কিষাণের নিয়ম নিয়ে কৃষকদের মধ্যে নানা প্রকার জল্পনার সৃষ্টি হচ্ছে। তবে এক্ষেত্রে পিএম কিষাণের নিয়মে কোন পরিবর্তন আনা হয়নি। কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ব্যাংক স্ট্যাটাস under revalidation থাকলেও PFMS দেখা গিয়েছে তাদের ব্যাংক স্ট্যাটাস ইতিমধ্যে পরিবর্তিত হয়ে accepted হয়েছে। এই কারণেই তাদের পেমেন্ট স্ট্যাটাসেও পরিবর্তন এসেছে। যেসকল কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং PFMS স্ট্যাটাসে কোন পরিবর্তন হয়নি তাদের চিন্তা করার কোনো কারণ নেই মনে করা হচ্ছে খুব শীঘ্রই তাদের স্ট্যাটাস এবং বেনিফিশিয়াল স্ট্যাটাসে পরিবর্তনে আসবে এবং তারাও অনুদানের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন।