স্কলারশিপ তথ্য

চালু হলো কেন্দ্রীয় সরকারের নতুন স্কলারশিপ, প্রতি মাসে পাওয়া যাবে ১০ হাজার টাকা । New scholarship of Central Government

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো, কেন্দ্রীয় সরকারের নতুন স্কলারশিপ নিয়ে। স্বাধীনতার ৭৫ বছর স্মরণ করতে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে এই নতুন ইন্টার্নশিপ প্রোগ্রামটি চালু করেছে বিদেশমন্ত্রক, যার নাম MEA Internships Policy 2022 । ভারতের যে কোনো স্থানের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে এবং প্রত্যেককে মাসে দেওয়া হবে ১০ হাজার টাকা। কারা কারা এই স্কলারশিপ পাবে, কি কি যোগ্যতা থাকতে হবে, কতো টাকা দেওয়া হয়? চলুন জেনে নেওয়া যাক।

• MEA ইন্টার্নশিপ পলিসি ২০২২ আবেদনের শেষ তারিখ কবে?
এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২

• MEA ইন্টার্নশিপ পলিসি ২০২২ এর উদ্দেশ্য কি?
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্য হলো ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলার উদ্দেশ্যে প্রশিক্ষণ দান করা। এছাড়াও বিদেশনীতি, কর্মক্ষেত্রে নারী-পুরুষের যোগদান সহ, বিদেশমন্ত্রকের নিযুক্ত ইন্টার্নদের মধ্যে যোগ্যতা, বাসস্থান এবং আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বৈচিত্র্য বৃদ্ধি করা।

• MEA ইন্টার্নশিপ পলিসি ২০২২ আবেদন করার জন্য আবেদনকারীর কি কি যোগ্যতা প্রয়োজন?
স্কলার্শিপ আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। গ্র্যাজুয়েশন এর ফাইনাল বর্ষের পাঠরত পড়ুয়ারাও আবেদন করতে পারবে।

• MEA ইন্টার্নশিপ পলিসি ২০২২ আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা কতো হতে হবে?
আবেদনকারীর বয়স ২৫ বছরের নিচে হতে হবে। বয়স হিসেব করতে হবে ৩১ শে ডিসেম্বর, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।

• এই স্কলারশিপে কীভাবে আবেদন করতে হবে?
এই স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট internship.mea.gov.in – এ গিয়ে আবেদন করতে হবে।

• প্রশিক্ষণের সময়সীমা:- এই প্রশিক্ষণের সময়সীমা ৩ মাস‌।
২০২২ এর এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।

• প্রশিক্ষণের স্থান:- এই প্রশিক্ষণটি দেওয়া হবে দিল্লিতে। নির্বাচিত প্রার্থীদের নিজের রাজ্য থেকে দিল্লিতে যাওয়ার বিমান ভাড়া বিদেশমন্ত্রক দেবে।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

• সরাসরি আবেদন করুন:- Link

এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button